মহিলাদের আনুষ্ঠানিক ইউনিফর্ম ঘোষনা করা হল হিজাবকে

বাংলা হান্ট ডেস্ক: একে একে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হচ্ছে হিজাব। ঠিক এরকম সময়ে ইউরোপের স্কটল্যান্ডে মহিলা পুলিশের আনুষ্ঠানিক ইউনিফর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে হিজাবকে। হিজাব কে আনুষ্ঠানিক ইউনিফর্ম ঘোষণা করার উদ্দেশ্য দেশটির পুলিশ বাহিনীতে মুসলিম মহিলাদের সংখ্যা বাড়ানো।
7b23e female officer in hijab
এবার থেকে কর্তব্যরত অবস্থায় মুসলিম মহিলারা হিজাব ব্যবহার করতে পারবেন। অনেকে মনে করছেন এতে মুসলিম মহিলাদের মধ্যে পুলিশে যোগদানের আগ্রহ বাড়বে। স্কটল্যান্ড এর পুলিশ বলছে এই উদ্যোগে মহিলার উৎসাহিত হবে।

স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এটি প্রশাসনের একটি ইতিবাচক সিদ্ধান্ত।


সম্পর্কিত খবর