থানা থেকে পালিয়ে গিয়েছিল অপরাধী, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দৌড় লাগাল অফিসার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের গয়ার ডেলহা থানায় গতকাল এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। বন্দি পালিয়ে যাওয়ার খবর পেতেই পুলিশকর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ে। যেই পুলিশকর্মীরা যেই ড্রেসে ছিল, তাঁরা সেই ড্রেসেই বন্দিকে ধরতে দৌড় লাগায়। প্রায় এক কিলোমিটার তাড়া করার পর অবশেষে পুলিশকর্মীরা এক যুবকের সাহায্যে অভিযুক্তকে ধরতে পারেন।

উল্লেখ্য, গয়ার কজন দুষ্কৃতী এক যুবককে ভয় দেখিয়ে তাঁর থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। নিগৃহীত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর সে গয়া জংশনে ট্রেন থেকে নামার পর দুষ্কৃতীদের শিকার হয়। দুষ্কৃতীরা প্রথমে ওই যুবককে নেশার পদার্থ খাওয়াতে চায়, যুবক সেটা না খেতে চাইলে তাঁকে মারধর করা হয়।

নিগৃহীত যুবক যখন সেটির অভিযোগ গয়ার ডেলহা থানায় করেন, তখন পুলিশকর্মীরা তৎকাল অ্যাকশন নিয়ে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। শনিবার দুষ্কৃতীদের আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল, তখন তাঁদের মধ্যে একজন জানলা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার খবর তৎক্ষণাৎ পেয়ে যায় নিগৃহীত যুবক। সে চুপ না বসে থেকে, অভিযুক্তকে ধরার জন্য দৌড় লাগায়। এরপর পুলিশ কর্মীরাও অভিযুক্তকে ধরার জন্য দৌড় লাগায়। নিগৃহীত যুবক দ্রুত গতিতে দৌড়ে অভিযুক্তকে ধরে ফেলে আর পুলিশের হাতে তুলে দেয়।

ডেলহা থানার পুলিশ জানায়, এক যুবককে মারধর করে ১৯ হাজার টাকা ছিনতাই করা তিন যুবক শশি, রোহির আর পঞ্জজকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের সবাইকে থানাতেই রাখা হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে একজন কোনরকম ভাবে জানলার গ্রিল ভেঙে পাল্যে যায়। পুলিশ অভিযুক্তকে আবারও গ্রেফতার করেছে। এবার আদালতে তোলা হবে।

সম্পর্কিত খবর

X