বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আগামী ১৩ সেপ্টেম্বর তলব করেছে ইডি (Enforcement Directorate)। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষককে তলব রাজনৈতিক প্রতিহিংসার চরম নিদর্শন বলে মন্তব্য করলেন তিনি। সোমবার তিনি বলেন, ‘এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক দলগুলির মধ্যে মিল থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা উচিত নয়।’
রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘আমাদেরও তো এখানে ৩৪ বছর সিপিএম ক্ষমতায় ছিল। আমরা কোনও রাজনৈতিক প্রতিহিংসার পথে যাইনি। এটুকু রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। অভিষেক যুব সমাজের প্রতিনিধি। ওরা যুবদের পছন্দ করে না। আর সেই কারণেই অভিষেককে এভাবে হেনস্থা করছে বারবার। ওকে সারাক্ষণ ন্যায়ের জন্য আদালত, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে। এর জবাব যুবসমাজ, নতুন প্রজন্মই দেবে।’
উল্লেখ্য, রবিবারই নিজের এক্স হ্যান্ডেলে লিখে ইডি-র তলবের বিষয়টি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, ‘ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে আমি একজন সদস্য। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সমন্বয় কমিটির বৈঠক। আর সেইদিনই আমাকে তলব করা হয়েছে।’ মোদীকে নিশানা করে তিনি লেখেন, ‘৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ।’
প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু সেই সময় তিনি বলেছিলেন, ভোটের পর তিনি যাবেন। কিন্তু এখন ভোট নেই। বিরোধীদের দাবি, হাজিরা এড়াতে বারবার অজুহাত তুলছে তৃণমূল। তবে বুধবার অভিষেক হাজিরা দেন কি না এখন সেটাই দেখার।