ভারতের বিরুদ্ধে সব ম্যাচে হেরেও দুঃখিত নন পোলার্ড, নিজেই জানালেন কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় সফরে মূল অধিনায়ক কায়রন পোলার্ড এবং অস্থায়ী অধিনায়ক নিকোলাস পুরানের নেতৃত্বে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ৰী ভাবে হেরেছে। ভারতে খেলা মোট ৬টি ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচেও জয় পায়নি, যা নিঃসন্দেহে হতাশাজনক। এমন পরিস্থিতিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে অখুশি নন কায়রন পোলার্ড।

ভারত ওডিআই সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করেছে, যা ভারতীয় দলের পক্ষে খুব ভাল পারফরম্যান্স, তবে অন্যদিকে, ক্যারিবিয়ান দলের দৃষ্টিকোণ থেকে, এটা চিন্তার বিষয়। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডের কথা থেকে মনে হয় নি যে এটা তার কাছে উদ্বেগের বিষয়।

Suryakumar Yadav Kieron Pollard

গতকাল ম্যাচ শেষে কায়রন পোলার্ড বলেন, “হ্যাঁ আমরা ৩-০ তে হেরেছি কিন্তু খেলোয়াড়রা তাদের মেধা ও পরিশ্রম দেখিয়েছে। আমি মনে করি না আমাদের অপমানিত হওয়া উচিত। আমরা হারতে চাইনি। আমরা ম্যাচ জেতার চেষ্টা করছি।”

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে মাত্র ৮ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলের হাফ সেঞ্চুরি দলকে প্রায় জয় এনে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা ভারতের দিকে ম্যাচ ঘুরিয়ে দেয়। দুর্দান্ত বোলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন ভুবি। আর সেই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ এই সফরে জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল।

এমতাবস্থায় পোলার্ড আরও একথা বলেন, “এটি আন্তর্জাতিক ক্রিকেট, জয়-পরাজয়ের মধ্যে সামান্য পার্থক্য থাকে। এতে বোলিং বা ব্যাটিংয়ে ভুলের পার্থক্য বোঝা যায়। শেষ ওভারে ভালো করা একটা সমস্যা হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর