বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাটিং করতে এছে শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। লো স্কোরিং ম্যাচে শেষের দিকে 22 বলে 35 রান করে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেয় কায়রন পোলার্ড।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 5 উইকেট হারিয়ে 150 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে 137 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। এইদিন মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। পোলার্ডের 22 বলে 35 রানের ঝোড়ো ইনিংসের সুবাদে মুম্বাইয়ের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছায়। এছাড়া বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করে মুম্বাইয়ের রাহুল চাহার, ট্রেন্ট বোল্টরা।
KIERON POLLARD with the 105M six. That deserved more than 6 runs tbh🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#MIvsSRH pic.twitter.com/KjUNvihxyI
— CC is the 🐐 (@rantworld101) April 17, 2021
এইদিন কায়রন পোলার্ড এর ইনিংসটি সাজান ছিল এক টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। যার মধ্যে একটি ছিল বিশাল ছক্কা। যা আইপিএলে ইতিহাস হয়ে রয়ে যাবে। এইদিন পোলার্ড মুম্বাইয়ের ইনিংসের শেষ দুটি বলে ভুবনেশ্বর কুমারকে পর পর দুটি ছক্কা মারেন যা মধ্যে একটি ছক্কা ছিল 105 মিটার লম্বা। যা আইপিএলের ইতিহাসে চিরদিন রয়ে যাবে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
KIERON POLLARD with the 105M six. That deserved more than 6 runs tbh🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#MIvsSRH pic.twitter.com/KjUNvihxyI
— CC is the 🐐 (@rantworld101) April 17, 2021