মোদী বললেন প্লাস্টিক মুক্ত করতে, প্লাস্টিক ব্যবহার করলে কড়া আইন

বাংলা হান্ট ডেস্ক – গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি ৭৩তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সাথে সাথে দীর্ঘ বক্তৃতা করেন দেশবাসীর উদ্দেশ্যে। সেখানে মূলত যে বিষয়গুলির উপর নজর দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় প্লাস্টিক বর্জন অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা দরকার।freepressjournal import 2018 03 maharashtra plastic ban 1

যেভাবে প্লাস্টিক পরিবেশ দূষণ করছে এবং ইকোসিস্টেম কে নষ্ট করছে তার জন্য প্লাস্টিক ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছেন তিনি দাবি করেছেন সাধারণ মানুষকে।

0.77727800 1565851177 684 6 pm modi at rajghatকারণ যেভাবে একের পর এক উন্নত দিকে এগোচ্ছে ভারতবর্ষ সেই পরিপ্রেক্ষিতে যদি প্লাস্টিক বর্জন হয় তাহলে আরো ভালো পরিবেশ তৈরি হবে।

ভারতবর্ষে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ইতিমধ্যে প্লাস্টিক বর্জন কাজটা শুরু করেছে এবং পাট এর ব্যবহার যদি পারে তাহলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন মানুষকে প্রয়োজনে চটের ব্যাগ উপহার দিন কারণ একটি পচনশীল বস্তু যা পরিবেশকে কোন বিপদের মধ্যে ফেলে না।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর