ভারতের কোচ হবেন না জানিয়েছিলেন পন্টিং, এবার দ্রাবিড়ের সিদ্ধান্তে অবাক হয়ে দিলেন বিস্ফোরক বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে ক্রিকেটের দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড়ের কাঁধে। এর আগেও তিনি ভারতীয় অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব সামলেছেন। তাই তিনি ভারতীয় দলের দায়িত্ব গ্রহণ করাই স্বাভাবিক ভাবেই খুশি সকলে। ইতিমধ্যেই সুনীল গাভাস্কার সহ অনেকেই জানিয়েছেন দ্রাবিড়ের কোচিং নিয়ে তারা ভীষণ রকম আশাবাদী। তবে এবার কিছুটা বিরূপ মন্তব্য করলেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিংকেও এর আগে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। যদিও দ্রাবিড়ের দক্ষতা বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেননি। বরং তিনি বলেন, “আমি হতবাক যে দ্রাবিড় কোচের পদ গ্রহণ করেছেন। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে খুব খুশি হয়েছেন। আমি তার পারিবারিক জীবন সম্পর্কে তেমন কিছু জানি না, তবে তার সন্তানরা এখনও ছোট।”

একই সঙ্গে প্রাক্তন অজি অধিনায়ক আরও যোগ করেন, “সেই কারণেই আমি অবাক হয়েছিলাম যে তিনি পরিবারের পরিবর্তে টিম ইন্ডিয়াকে বেছে নিয়েছেন। তবে কেউ কেউ আমাকে বুঝিয়েছেন যে দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য ভাল করবেন।”rahul dravid a

পন্টিং স্বীকার করে নেন টিম ইন্ডিয়ার কোচিংয়ের জন্য তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে তার সঙ্গে যাদের কথা হয় তাদের তিনি স্পষ্টতই নিজের অসম্মতি জানিয়ে দিয়েছেন। তবে তিনি এও বলেন এর মানে এই নয় যে তিনি আইপিএল দলের কোচিং করবেন না।

 


Abhirup Das

সম্পর্কিত খবর