তালিকায় ভারতের শুধু শচীন টেন্ডুলকার, অবাক করা সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিলেন রিকি পন্টিং

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট একাদশ বেছে নেওয়া ক্রিকেট বিশ্লেষকদের একটি সুন্দর শখের মধ্যে পড়ে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী সমর্থকদের কাছেও এ ধরনের কাল্পনিক একাদশগুলি ভীষণ রকম জনপ্রিয়। সেই কারণে অনেক খেলোয়াড়রাও তাদের পছন্দের একাদশ বেছে নেন সমর্থকদের জন্য। এই তালিকায় এবার অন্তর্ভুক্ত হল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের নাম। সর্বকালের সেরা একাদশ বেছে নিয়ে কাদের স্থান দিলেন পন্টিং? আসুন দেখে নেওয়া যাক।

পন্টিং নিজের ওপেনার হিসেবে বেছে নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথু হেডেনকে। সর্বকালের সেরা একাদশে পন্টিংয়ের দলে তিন নম্বরে খেলার সুযোগ পেয়েছেন জ্যাক ক্যালিস। চার ও পাঁচ নম্বরে রয়েছেন বিশ্বের দুই প্রবাদপ্রতিম খেলোয়াড় শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা। এরপর অবশ্য একটা বড় চমক রেখেছেন পন্টিং। তিনি তার একাদশের অধিনায়কত্ব ভার তুলে দিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি বাঁহাতি ব্যাটার তথা উইকেটকিপার কুমার সাঙ্গাকারার হাতে।

যদিও উইকেটকিপার হিসেবে সাত নম্বরে অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। কোন সন্দেহ নেই যে নিচের দিকে যখন দ্রুত রান তোলার প্রয়োজন পড়ে গিলক্রিস্টের থেকে বড় ব্যাটার খুব কমই আছেন বিশ্ব ক্রিকেটে। আট নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অসামান্য লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন। ওয়ার্নের ক্রিকেট জীবনের স্ট্যাটিসটিকসই যেকোন সর্বকালের সেরা একাদশে তাকে জায়গা করে দেয়।

বাকি তিন জোরে বোলার হিসেবে পন্টিংয়ের পছন্দ ওয়াসিম আক্রাম, কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রাথকে। সবমিলিয়ে যে একটি মারাত্মক টিম বেছেছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক এ নিয়ে কোন সন্দেহ নেই। যদিও সর্মথকরা বলতেই পারেন তার একাদশে অলরাউন্ডার তেমন কেউ নেই একমাত্র জ্যাক ক্যালিস ছাড়া। সে ক্ষেত্রে অনেকেই অ্যান্ড্রু ফ্লিনটফ কিম্বা অ্যান্ড্রু সাইমন্ডসের নাম তুলে আনতে পারেন। তবে মনে রাখতে হবে পন্টিং মূলত দল বেছেছেন টেস্ট ক্রিকেটের জন্য। এ কথা মাথায় রেখে অনেকে অবশ্য বলতে পারেন জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় সুযোগ পেতেই পারতেন বীরেন্দ্র সেওয়াগ। অনেকে বলতে পারেন বাদ পড়ে গিয়েছেন মুরলিধরনও। তবে এসবই কাল্পনিক একাদশ।

Ricky Ponting 2 720x480 1

পন্টিংয়ের একাদশ: জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেডেন, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট কিপার), শ্যেন ওয়ার্ন, ওয়াসিম আক্রাম, কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রাথ।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর