সোশ‍্যাল মিডিয়ায় সমানে খুন-ধর্ষণের হুমকি, বাঁচতে বড় সিদ্ধান্ত নিলেন মহেশ কন‍্যা পূজা ভাট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকেই নেটিজেনের নিশানায় রয়েছে মহেশ ভাট (mahesh bhatt), পূজা ভাট (pooja bhatt), আলিয়া ভাট (alia bhatt) সহ গোটা ভাট পরিবার। সোশ‍্যাল মিডিয়ায় তুমুল ট্রোল তো রয়েছেই, সঙ্গে লাগাতার খুন ও ধর্ষণের হুমকিও পেয়ে চলেছেন আলিয়া, পূজা, শাহিন।

এবার সেই সহ হুমকির বিরুদ্ধেই সরব হলেন পূজা ভাট। অবশেষে নিলেন বড় সিদ্ধান্ত। লাগাতার খুন ও ধর্ষণের হুমকি থেকে বাঁচতে এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই প্রাইভেট করে দিলেন পূজা। পাশাপাশি জানালেন কোনও অনুরাগী যদি তাঁকে ফলো করতে চান তাহলে রিকোয়েস্ট পাঠাতে।

একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বিদ্বেষীদের জন‍্য মনে রাগ পুষে রাখবার মতো ধৈর্য্য, ইচ্ছা কোনওটাই নেই আমার। আমি কাছের মানুষগুলিকে ভালবাসতে ব‍্যস্ত।’ তিনি আরও লেখেন, ‘সোশ‍্যাল মিডিয়ায় খুন ধর্ষণের হুমকি দেওয়া, উত‍্যক্ত করা, হিংসা ছড়ানো এসব খুবই সাধারন ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রামে রিপোর্ট করলে বেশির ভাগ সময়েই উত্তর আসে এসব তাদের নির্দেশিকার বাইরে নয় বা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

ইনস্টাগ্রামের বিরুদ্ধে আরও তোপ দেগে পূজা লেখেন, ‘নিজেকে মেরে ফেলার, আত্মহত‍্যা করার উপদেশ দিয়ে যেসব মেসেজ আসে সেসব বেশিরভাগই পাঠায় মেয়েরা বা মেয়েদের অ্যাকাউন্ট ধারীরা। ইনস্টাগ্রামে এসব বোঝাও যায় না। সাইবার বুলিং একটা অপরাধ সেটা ইনস্টাগ্রামের বোঝা উচিত এবার।’

প্রসঙ্গত, এর আগেও আলিয়াকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া নিয়ে ফুঁসে উঠেছিলেন শাহিন ভাটও। এমনকি তাঁদের মা সোনি রাজদানকেও দেখা গিয়েছিল সরব হতে। আলিয়া নিজের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন। পূজা জানিয়েছেন তাঁকেও এমনটাই করার পরামর্শ দিয়েছিল অনেকে। কিন্তু তাতে তিনি ভাল কথাগুলি শুনতে পারছিলেন না।

X