বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের যে দলটি এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup 2023) অংশগ্রহণ করছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেন ভারতীয় পেসার পূজা ভাস্ত্রেকার (Pooja Vastrakar)। ডান হাতি এই মিডিয়াম পেসার বাকি ভারতীয় ক্রিকেটারদের মতনই মহিলা আইপিএল (WPL) অকশনে দল পাওয়ার ব্যাপারে কৌতূহলী ছিলেন। শেষপর্যন্ত বাকি ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে লড়াই করে তাকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলের সামিল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে একই দলে খেলবেন তিনি।
নিজের হাতে এত বড় অংকের টাকা পাওয়ার পর একটি মন ছুঁয়ে যাওয়া কাজ করেছেন পূজা। নিজের পিতা বন্ধন রাম ভাস্ত্রেকারকে তিনি একটি ১৫ লাখ টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন। এই খবরটি প্রকাশ্যে আসার পর সকলেই এই ভারতীয় ক্রিকেটেরকে সাধুবাদ জানিয়েছেন। সকলেই এই বিষয়টি নিয়ে খুশি শুধু মাত্র একজন বাদে। সেটি হলেন পূজা ভাস্ত্রেকারের পিতা নিজে।
এত দামি গাড়ি তার কন্যা তাকে উপহার দেওয়া সত্ত্বেও পুরোপুরি খুশি হতে পারছেন না বন্ধন রাম। মহিলা আইপিএল থেকে পাওয়া বিপুল অর্থের এটিকে অপচয় বলেই মনে করছেন পূজার পিতা। অনেক কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে পূজা ভারতীয় দলের জায়গা পেয়েছেন। তাই নিজের প্রথম অপচয় থেকে এমন ভাবে খরচ করুক তার মেয়ে, এটা চাইতেন না তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রাক্তন বিএসএনএল কর্মী বলেছেন, “ও অনেক বাজে খরচা করে ফেলে। এটাও তেমনি একটা খরচা। আমার ভালো লাগছে যে ওই যোগ্যতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমি চেয়েছিলাম যে ও নিজের যোগ্যতায় রোজগার করা এই টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিক। চার বছর বয়স থেকে ও ক্রিকেট খেলছে। আমার কাছে যখন এই সংক্রান্ত বিষয়ে টাকা চাইতো আমি ওকে বলতাম কেন এভাবে নিজের সময় নষ্ট করছে ক্রিকেটার পেছনে। তখন ও আত্মবিশ্বাসের সাথে বলতো যে একদিন ভারতের হয়ে খেলবে। এখন সেটা সত্যি হয়েছে।”
ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে যে দুটি ম্যাচ খেলে ফেলেছে দুটিরই অংশ ছিলেন পূজা। এই দুটি ম্যাচে তিনি একটি একটি করে উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে বেশ কিছু রান খরচ করলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কৃপণ বোলিং করেছেন তিনি। টুর্নামেন্ট যত এগোবে তত তার উইকেট সংখ্যা বাড়বে এমনটাই আশা করেন ক্রিকেট প্রেমীরা।