বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন পুনম পাণ্ডে (poonam pandey)। স্বামী স্যাম বম্বের (sam bombay) নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে এমনি খবর মিলেছে। স্বামীর বিরুদ্ধে পুলিসে অভিযোগও দায়ের করেছেন তিনি। সোমবার রাতে গ্রেফতার হয়েছেন স্যাম।
স্বামীর বিরুদ্ধে মারধোরের অভিযোগ এনেছেন পুনম। স্যামের অত্যাচারে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে। সোমবার রাতে মুম্বই থেকে গ্রেফতার করা হয় স্যামকে। তবে পুনম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিনা তা জানা যায়নি।
গত বছরের সেপ্টেম্বর মাসে গোয়ায় হানিমুনে গিয়ে গোয়ায় স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধোরের অভিযোগ দায়ের করেন পুনম। এমনকি তাঁর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলেন তিনি। হানিমুনে গিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বামী স্যাম বম্বে। তুমুল মারধোর করেছেন তাঁকে।
পুনম বলেন, “স্যাম ও আমার ঝামেলা হয়েছিল। সেটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে ও আমাকে মারতে শুরু করে। এত জোরে আমার গলা টিপে ধরেছিল আমি ভেবেছিলাম মরেই যাব। আমার মুখে ঘুঁষি মেরে আমার চুল ধরে টেনে খাটের কোনায় মাথা ঠুকে দিয়েছিল। আমাকে ফেলে আমার উপর বসে অত্যাচার চালিয়েছে ও।” পুনম অভিযোগ করেন, তাঁর ভিডিও বিক্রি করে টাকা রোজগার করেন স্বামী স্যাম বম্বে।
কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই ভোলভদল! ফের একে অপরের সঙ্গে হাসিখুশি মেজাজে পুনম স্যাম। মার খেয়ে অপমানিত হয়েও সেই স্যাম বম্বের কাছেই ফিরে গিয়েছিলেন পুনম পাণ্ডে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পুনম বলেন, “আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছি। আমরা আবার একসঙ্গেই থাকছি। আসলে আমরা একে অপরের প্রেমে পাগল। তাই সবকিছু ঠিক করে নিতেই হবে।” পুনমের সঙ্গে বিয়ের একটি ছবিও ফের নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন স্যাম।
সে সময় নেটিজেনদের অনেকের বক্তব্য ছিল, পুরোটাই পাবলিসিটি স্টান্ট। এবারেও পুনম তেমনটাই করছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। লাইমলাইটে উঠে আসার জন্যই তিনি এসব করছেন বলে অনেকে মনে করছেন।