মাস্কের বালাই নেই! অশ্লীল পোশাকে যৌন ইঙ্গিত করে ট্রোলড হলেন পুনম পাণ্ডে, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনামে কীভাবে থাকতে হয় তা খুব ভাল ভাবেই জানেন পুনম পাণ্ডে (poonam pandey)। নিজের বিতর্কিত পোশাক, ভিডিও দিয়ে এমনিতেই সমালোচিত হন তিনি। যখন সেসব বিতর্ক দিয়ে তেমন চিড়ে ভেজে না, তখন স্বামীর কাছে অত‍্যাচারিত হওয়ার ‘গল্প’ ফাঁদেন পুনম, অভিনেত্রীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ নেটজনতার একটা বড় অংশের।

আর এবারে তো সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন পুনম! খোলামেলা পোশাক পরে প্রকাশ‍্য রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে যা অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে। একটি কমলা ক্রপ টপ ও কালো প‍্যান্ট পরে লেন্সবন্দি হয়েছেন তিনি। পুনমের বিরূদ্ধে নেটিজেনদের অভিযোগ একগুচ্ছ।

banner
একে তো তাঁর পরনের টপটি অত‍্যন্ত বেশি খোলামেলা। বক্ষযুগল প্রায় ঠেলে বেরিয়ে আসার উপক্রম হয়েছে ছোট্ট টপে। কিন্তু তাতে কোনো হেলদোল নেই পুনমের। তিনি পাপারাৎজির ক‍্যামেরার সামনে পোজ দিতে ব‍্যস্ত। এতেও তাঁর শান্তি হয়নি। প্রকাশ‍্যেই অশ্লীল যৌন ইঙ্গিত করতেও দেখা গিয়েছে পুনম পাণ্ডেকে।

ভাইরাল ভিডিওটি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। নজর কাড়ার জন‍্য নিজেকে কোথায় নামিয়ে আনবেন পুনম? প্রশ্ন বিরক্ত নেটনাগরিকদের। একজন তাঁকে সতর্ক করেছেন, মাস্ক না পরে এই ধরনের অঙ্গভঙ্গি করলে শীঘ্রই ওমিক্রনের পাল্লায় পড়বেন পুনম।

https://www.instagram.com/reel/CYjyOURBzyC/?utm_medium=copy_link

এর আগেও পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন পুনম। আদ‍্যোপান্ত কালো আঁটোসাটো পোশাকে স্পষ্ট অন্তর্বাস। তবুও হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দেন তিনি। ফল যা হওয়ার তাই হয়েছে। প্রশংসা তো দূর, উলটে ট্রোলড হন পুনম। একজন লেখেন, ঠাণ্ডায় শরীর গরম করার পোশাক পরাটা ফ‍্যাশন নয়। আরেকজন তো বলেই দেন, পুনমকে অভিনেত্রীর গোত্রে ফেলাটা একেবারেই উচিত নয়। কিন্তু পুনমের যে বোধোদয় হয়নি তা আর বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর