হানিমুনে স্বামীর মারে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, সেই তাঁর কাছেই আবার ফিরলেন পুনম!

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পুনম পাণ্ডে (poonam pandey) ও তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স‍্যাম বম্বে (sam bombay)। কিন্তু হানিমুনে গিয়েই ছন্দপতন। গোয়ায় স‍্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধোরের অভিযোগ দায়ের করেন পুনম। এমনকি তাঁর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলেন তিনি।

কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই ভোলভদল! ফের একে অপরের সঙ্গে হাসিখুশি মেজাজে পুনম স‍্যাম। মার খেয়ে অপমানিত হয়েও সেই স‍্যাম বম্বের কাছেই ফিরে গেলেন পুনম পাণ্ডে। নিজেই একথা জানিয়েছেন মডেল।

IMG 20200927 184911
এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে পুনম বলেন, “আমরা নিজেদের মধ‍্যে বোঝাপড়া করে নিয়েছি। আমরা আবার একসঙ্গেই থাকছি। আসলে আমরা একে অপরের প্রেমে পাগল। তাই সবকিছু ঠিক করে নিতেই হবে।” পুনমের সঙ্গে বিয়ের একটি ছবিও ফের নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন স‍্যাম। তবে নেটিজেনদের অনেকের বক্তব‍্য, পুরোটাই পাবলিসিটি স্টান্ট।

https://www.instagram.com/p/CFmva8tJFb8/?igshid=ux76duvezjnb

সম্প্রতি পুনম অভিযোগ করেন তাঁর ভিডিও বিক্রি করে টাকা রোজগার করেন স্বামী স‍্যাম বম্বে। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে পুনম এমন অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। তিনি বলেন, “আমি অভিযোগ করার পর নানান প্রতিবেদনে নানা রকম খবর দেওয়া হচ্ছে। আমাকে খারাপ প্রতিপন্ন করা হচ্ছে। কিন্তু আমি মিথ‍্যে বলছি না। এই লোকটা এখন আমার সামনেই বসে রয়েছে। ওর সামনেই আমি বলছি আমার ভিডিও বিক্রি করে ও টাকা রোজগার করে।”

পুনমের কথায়, স‍্যামের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকেই নাকি তিনি বারবার বলছেন FIR তুলে নিতে। এমনটা নাকি আর কখনো তিনি করবেন না বলেও জানিয়েছেন। পুনম বলেন, “ওর মারে আমার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। স‍্যাম আমার ছবি ইনস্টা থেকে মুছে ফেললেও আমি এখনো পারিনি।”

কিছুদিন আগে পুনম অভিযোগ করেন, হানিমুনে গিয়ে তাঁর উপর অকথ‍্য অত‍্যাচার চালিয়েছেন স্বামী স‍্যাম বম্বে। তুমুল মারধোর করেছেন তাঁকে। গোয়ায় হানিমুন করার সময়েই এই ঘটনা ঘটে বলে দাবি পুনমের। সেখানেই স্বামী স‍্যাম বম্বের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

পুনমের বক্তব‍্য, স‍্যামের সঙ্গে তাঁর সম্পর্ক চিরদিনই এমন উগ্র ছিল। কিন্তু তিনি ভেবেছিলেন বিয়ে হলে সম্ভবত তাঁর উপর অধিকারবোধ প্রবল হবে স‍্যামের।রাগও কমবে তাঁর। কিন্তু তিনি ভুল ছিলেন। তাই পুনমের সিদ্ধান্ত, আর কখনোই স‍্যামের কাছে ফিরে যাবেন না তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর