এমন বোল্ড ভিডিও আগে কখনও করেননি, স্বীকারোক্তি পুনম পাণ্ডের

বাংলাহান্ট ডেস্ক: পুনম পাণ্ডেকে চেনেন না এমন মানুষ মনে হয় হাতে গোনা। সোশ্যাল মিডিয়া সেনসেশন বললেও কম বলা হবে তাঁকে। বোল্ড ভিডিও পোস্ট করে নেটিজেনদের রাতের ঘুম ওড়াতে তাঁর জুড়ি নেই একথা সকলেই একবাক্যে স্বীকার করবে। সেই কারনে তাঁর নামের সঙ্গে বিতর্ক একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। কোনও না কোনও কারনে নেটিজেনদের সমালোচনার শিকার হবেনই তিনি।

সম্প্রতি এই একই কারনে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন পুনম পাণ্ডে। এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে খুবই বোল্ড একটি ভিডিও শুট করেছেন তিনি। পুনম নিজেই স্বীকার করেছেন এমন বোল্ড ভিডিও এর আগে কখনও করেননি তিনি। পাশাপাশি পুরো ভিডিওটা তাঁর ওয়েবসাইটে পাওয়া যাবে সেটাও জানিয়েছেন মডেল। সুতরাং বুঝতেই পারছেন ঠিক কতটা বোল্ড হতে চলেছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B8rGEcIJGgl/?utm_source=ig_web_copy_link

সেই ভিডিওরই একটি ঝলক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন পুনম। বলা বাহুল্য ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই নানা মন্তব্য করেছেন পোস্টের কমেন্ট বক্সে। তবে সমালোচনাও বেশ জুটেছে পুনমের ভাগ্যে। এমন ধরনের ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই উচিত বলে অনেকেই মন্তব্য করেছেন। তবে এইসব বিষয়ে পুনম সাধারনত পাত্তা দেন না। আর এবারেও সেটাই করেছেন তিনি।

poonam pandey and her best instagram looks 819x1024 1

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুনম। তাঁর নামে অ্যাপ লঞ্চ করে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগেই রাজের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছেন পুনম বলে জানিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর