বিশেষ চাহিদা সম্পন্ন ভাই মাধ্যমিক, দিদি উচ্চ মাধ্যমিক পাস করল

বাবলু প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা: দক্ষিণ 24 পরগনা জেলা পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের দিনমজুর সুভাস ধাড়ার এক মেয়ে আর এক ছেলে। মেয়ে যুথিকা ধাড়া, ছেলে জয়ন্ত ধাড়া। দুজনেই জন্ম থেকে 100% প্রতিবন্ধী।

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মেয়ে যুথিকা উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান, এবং ছেলে জয়ন্ত ধাড়া মাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছে। দুই ভাই বোন কোমরের উপর ভর দিয়ে চলাফেরা করে। দুজনের উচ্চতা 3 ফুটের মধ্যে। মা ছবি রানী ধাড়া, ছেলে মেয়ে দুজনের স্কুলে নিয়ে যায় সাইকেলে করে। মাননীয়া মুখ্যমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানবিক ভাতা দুই ভাই বোনে পাচ্ছে।

দুজনই পেয়েছে দিদির দেওয়া সাইকেল তবুও মায়ের দুঃখ যুথিকা আর কলেজে পড়তে পারবে না। কারণ কলেজটা দূরে সেখানে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যাওয়া সম্ভব নয়।

8d3f2 img 20190529 wa0167মেয়েকে কম্পিউটার শেখাবার চিন্তায় মশগুল। দিদিকে ধন্যবাদ জানাতে তারা ভুল করেনি।


সম্পর্কিত খবর