বাংলা হান্ট ডেস্ক:- প্রায় ১৮ দিন পর কলকাতা পুলিশের সহযোগিতায় ঘরে ফেরানো গেল নিখোঁজ রোগীকে। শনিবার শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা বিমল দত্তকে (৬৮) রাস্তা থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় রিজেন্ট পার্ক থানার পুলিস। জানা গেছে, গত ২২শে জুলাই আরজিকর হাসপাতাল থেকে ওই ব্যক্তি(বিমল দত্ত)।
শুক্রবার, রিজেন্ট পার্ক এলাকায় ইতস্তত এক বৃদ্ধ কে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর, দেখা যায় স্মৃতিভ্রমের কারণে মাটিগারার কথা ছাড়া আর কিছুই বলতে পারেননি তিনি। এরপর পাওয়া তথ্যের ভিত্তিতেই খোঁজ শুরু করে পুলিশ। বৃদ্ধের বলা সূত্র অনুযায়ী জানা যায়, ওই ব্যক্তির নাম বিমল দত্ত। খবর ও দেওয়া হয় তাঁর বাড়িতে।
সূত্রে খবর, বিমল বাবু বাথরুমে পরে গিয়ে গুরুতর আঘাত পেয়ে ১০ই জুলাই আরজিকর এ। জানা গিয়েছে, হাসপাতাল এ সিবি অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। এরপর হঠাৎই ২০ এ জুলাইয়ে আটষট্টির বিমলবাবু উধাও হয়ে যান। দীর্ঘদিন ঘটনাটির কেটে যাওয়ার পর খোঁজ মেলেনি তার। আশা প্রায় একরকম ছেড়েই দিয়েছিলো বিমল বাবুর পরিবার। অবশেষে কলকাতার পুলিশের একরকম নিজ উদ্যোগে বিমল বাবু কে খুঁজে পাওয়ায় তার পরিবার এখন যথেষ্ট খুশি।