বড়সড় বদল NPS’র নিয়মে! অ্যাকাউন্ট থাকলে জেনে রাখুন এই বিষয়গুলো

বাংলাহান্ট ডেস্ক : PoP চার্জ কাঠামো পরিবর্তন করেছে ন্যাশনাল পেনশন স্কিম (NPS)। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) পয়েন্ট অফ প্রেজেন্স (PoP) এর চার্জের এই কাঠামো পরিবর্তন করেছে। NPS নিয়ন্ত্রণ করে PFRDA। PFRDA বা পয়েন্ট অফ প্রেজেন্স চার্জ গঠন সংক্রান্ত নিয়ম পরিবর্তনের জন্য একটি সার্কুলারও জারি করেছে NPS।

 PoP আসলে গ্রাহকের জন্য এনপিএস একাউন্ট খোলা এবং পরিচালনার কাজ করে থাকে। PFRDA তাদের নিয়োগ করে। PoP এর শাখা নেটওয়ার্ককে PoP-SP বলা হয়।  PoP-SP হল প্রথম পয়েন্ট যার মাধ্যমে গ্রাহক এবং NPS একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। PoPs গ্রাহককে পরিষেবা প্রদানের বিনিময়ে কিছু ফি নেয়।

আরোও পড়ুন : ক্লাস এইট পাশেই মোটা মাইনের চাকরি! নিয়োগ শুরু ২৩ জেলায়, সহজেই করুন আবেদন

পরিবর্তিত হয়েছে ন্যাশনাল পেনশন স্কিমের PoP চার্জ কাঠামো। ইতিপূর্বে, PoP যে চার্জ ব্যবহার করত তার কোনও সীমা ছিল না। তখন গ্রাহকরা দরকষাকষিও করতেন। তবে বর্তমানে এই ফ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। ঠিক সেই কারণে গ্রাহকরা আগের মত দর কষাকষি করতে পারবেন না।

আরোও পড়ুন : আতঙ্ক ছড়াল বার্ড ফ্লু’র! মেরে ফেলা হল প্রায় হাজার চারেক মুরগিকে, জারি কড়া সতর্কতা

যদি একজন ব্যক্তি যদি এনপিএস-এ প্রাথমিক নিবন্ধন করেন, তাহলে তাকে PoP-তে ২০০ থেকে ৪০০ টাকা চার্জ দিতে হবে। প্রাথমিক অবদানের উপর ০.৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। তবে এই চার্জ ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হবে। সমস্ত অ-আর্থিক লেনদেনের চার্জ ৩০ টাকা যা স্থির থাকবে। NPS হলো ট্যাক্স সেভিং স্কিম।

nps3

এই স্কিমে বিনিয়োগ করলে ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর সেই বিনিয়োগকৃত অর্থের এক অংশ আপনি পাবেন এবং বাকি অংশ থেকে পেনশন পাবেন আপনি। NPS সুবিধা দেয় প্রদান করে থাকে প্রায় সব ব্যাঙ্ক। অবসর গ্রহণের পর কিংবা সাত বছর বয়স হওয়ার পর বীমা সংস্থা গুলি থেকে এই পরিমাণ বার্ষিকী ক্রয় করতে হবে এবং তার থেকে আপনি পেনশন পাবেন। ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো সময় এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর