দুঃসংবাদ! প্রয়াত ‘কোই মিল গয়া’ ছবির জনপ্রিয় পপ গায়ক তাজ

বাংলাহান্ট ডেস্ক: খারাপ খবর এসেই চলেছে বিনোদন ইন্ডাস্ট্রি থেকে। প্রয়াত হলেন লন্ডন নিবাসী ভারতীয় পপ গায়ক তারসেম সিং সাইনি (Tarsem Singh Saini)। তাজ (Taz) নামেই বেশি জনপ্রিয় ছিলেন তিনি। ২৯ এপ্রিল মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। হার্নিয়ায় আক্রান্ত ছিলেন পপ গায়ক।

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তাজ। হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দু বছর আগেই অস্ত্রোপচার করার কথা ছিল তাঁর। কিন্তু তখনি গোটা বিশ্ব জুড়ে শুরু হয় করোনার দাপট। লকডাউন হয়ে সর্বত্র। এর মাঝে আর অস্ত্রোপচার করা সম্ভব হয়নি তাজের।

taz singer
ফলতঃ তাঁর শারীরিক পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। গত মাসেই কোমায় চলে যান পপ গায়ক। কিন্তু মাসের শেষ দিকে আবারো কোমা থেকে বের করে আনা হয় তাজকে। স্বাস্থ‍্যের উন্নতি হচ্ছিল ধীরে ধীরে। তাঁর পরিবারের সদস‍্যরাও শুভাকাঙ্খীদের ধন‍্যবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন।

কিন্তু নিয়তির অন‍্য কিছু ইচ্ছা ছিল হয়তো। সবার প্রার্থনা, আশা মিথ‍্যে করে দিয়ে প্রয়াত হন তাজ। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর মৃত‍্যু সংবাদ ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। অনুরাগীরা ভেঙে পড়েছেন পপ গায়কের আচমকা মৃত‍্যুতে। শোকবার্তা পাঠাচ্ছেন গায়করা।

তাজের আগে জনি জি নামে পরিচিত ছিলেন গায়ক। ১৯৮৯ সালে ‘হিট দ‍্য ডেক’ গান তাঁকে খ‍্যাতি এনে দিয়েছিল। নব্বইয়ের দশকের ব‍্যান্ড স্টিরিও নেশনের লিড গায়ক ছিলেন তিনি। নাচেঙ্গে সারি রাত, পেয়ার হো গয়া, গল্লা গোরিয়াঁর মতো গান গেয়েছেন তিনি।

এছাড়াও বলিউডেও একাধিক ছবির জন‍্য গান গেয়েছেন তাজ। হৃতিক রোশন অভিনীত ‘কোই মিল গয়া’ ছবির ইটস ম‍্যাজিক, তুম বিন এবং সম্প্রতি বাটলা হাউস ছবিতে ‘গল্লা গোরিয়াঁ’ গানটিও গেয়েছেন তিনি। পপ গায়কের মৃত‍্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ।


Niranjana Nag

সম্পর্কিত খবর