দীর্ঘ অসুস্থতার পর ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস! কী জানাল ভ্যাটিকান?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোমবার সকালে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। ভ্যাটিকানের “ক্যামেরলেঙ্গো” কার্ডিনাল কেভিন ফারেল এই তথ্য সামনে এনসেছেন। তিনি জানিয়েছেন “সোমবার সকাল ৭ টা বেজে ৩৫ মিনিটে, রোমের বিশপ ফ্রান্সিস ফাদারের বাড়িতে ফিরে আসেন। তাঁর সমগ্র জীবন প্রভু ও তাঁর গির্জার সেবায় নিবেদিত ছিল।” জানিয়ে রাখি যে, পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন।

প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis):

ভ্যাটিকান “ক্যামারলেঙ্গো” কার্ডিনাল কেভিন ফারেলই প্রথম এই শোকসংবাদ সামনে আনেন। জানিয়ে রাখি যে, “ক্যামেরলেঙ্গো” উপাধি একজন কার্ডিনাল বা উচ্চপদস্থ ধর্মযাজককে দেওয়া হয়। যাঁর পোপের মৃত্যু বা পদত্যাগ ঘোষণা করার ক্ষমতা থাকে। এদিকে, সোমবার এক ভিডিও বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস (Pope Francis) রক্ষণশীল প্রতিষ্ঠানটির সংস্কারের চেষ্টা করেছিলেন। যার ফলে বিভাজন এবং উত্তেজনা দ্বারা চিহ্নিত প্রায়শই অশান্ত রাজত্বের অবসান ঘটে। তাঁর বয়স ৮৮ বছর এবং দীর্ঘ ১২ বছর তিনি পোপের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। এই সময় তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

জানা গিয়েছে পোপ (Pope Francis) সম্প্রতি নিউমোনিয়ায় ভুগেছিলেন এবং তা থেকে সেরেও ওঠেন। ইস্টার রবিবারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পোপ ফ্রান্সিসের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছিলেন। পোপ ফ্রান্সিস ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ার পর গত ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জেমেলি হাসপাতালে ভর্তি হন। যা পরে ডাবল নিউমোনিয়ায় পরিণত হয়। তাঁর অবস্থা জটিল বলে বর্ণনা করে ভ্যাটিকান বলেছিল যে ৮৮ বছর বয়সী পোপ শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন: বজায় থাকল বিরাট-রোহিতের দাপট! কেন্দ্রীয় চুক্তির ঘোষণা BCCI-র, প্রথমবার স্থান পেলেন ৭ খেলোয়াড়

প্রসঙ্গত উল্লেখ্য যে, অল্প বয়সেই তাঁর (Pope Francis) ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল। ২০২৫ সালের মার্চ মাসে পোপের অবস্থার উন্নতি হয় এবং ২৩ মার্চ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, এখন তাঁর মৃত্যুর এই খবর সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য এক বিরাট ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: নিজের রেকর্ড ভাঙাই হবে লক্ষ্য! এবার এই টুর্নামেন্টে দাপট দেখাতে প্রস্তুত “গোল্ডেন বয়” নীরজ

এদিকে, অসুস্থতার কারণে পোপ ফ্রান্সিস (Pope Francis) তাঁর দায়িত্ব এবং কাজের চাপকমিয়ে দিয়েছিলেন। তিনি অন্য একজন কার্ডিনালকে প্রার্থনা আয়োজনের দায়িত্ব অর্পণ করেন। ভ্যাটিকান জানিয়েছে যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইস্টারের শুভেচ্ছা জানাতে ডোমাস সান্তা মার্টায় পোপের সাথে সংক্ষিপ্ত সাক্ষাত করেন। এদিকে, পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X