বারবার পরপুরুষের প্রেমে পড়েন, স্বামীও জানেন স্ত্রীর অভ্যাস! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ইন্দ্রাণী হালদার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশন হোক কিংবা বড় পর্দা। সবক্ষেত্রেই দাপট দেখান এই অভিনেত্রী। তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তাইতো তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। তিনি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। টলিউড (Tollywood), বলিউড (Bollywood), টেলিভিশন(Television) সর্বত্রই অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। অভিনেত্রীর বিষয় জানেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। টেলিভিশনের পর্দায় আদর্শ মা, আদর্শ বউ হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

বরাবরই মন খুলে কথা বলতে ভালোবাসেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি রাখেন না কোন রকম রাকঢাক। তাঁকে যে কোন প্রশ্ন করা হলে তিনি মন খুলে জবাব দেন। এবারেও প্রক্যাশ্যে এল এমনই এক দৃশ্য। জি বাংলার পর্দায় অপুর সংসার টকশোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সঞ্চালকের দায়িত্বে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার প্রত্যেকটি প্রশ্নের জবাব একেবারে নিঃসঙ্কোচভাবে দিচ্ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সকলের সামনেই নির্দ্বিধায় অভিনেত্রী জানান একাধিক বদভ্যাস রয়েছে তাঁর।

প্রথমেই তিনি বলেন তিনি বড্ড বেশি মোবাইলে গেম খেলতে ভালোবাসেন। এমনকি শুটিং চলাকালীনও মোবাইলে গেম খেলেন তিনি। এটি তাঁর একটি বদভ্যাস এমনটাই জানান অভিনেত্রী। পরবর্তীতে তিনি জানান মাঝেমধ্যেই প্রেমে পড়েন অভিনেত্রী। তবে কেবল মাত্র তাঁর স্বামীর নন। ভিন্ন সময় ভিন্ন পুরুষের প্রেমে পড়তে তার ভালো লাগে। যদিও অভিনেত্রীর দাবি তার স্বামী এই বিষয়ে সবটাই জানেন।

1606366200 5fbf33f816b8d indrani halfer

এরপর নিজের রাগ সম্বন্ধে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমি থেকে থেকে রেগে যাই। একথা ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। সবচেয়ে বেশি আমার ধমক খেতে হয় মেকআপ আর্টিস্টদের। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপও রয়েছে অভিনেত্রীর। কাজের চাপে মা হতে পারেননি তিনি। আর এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।

X