বিশাল প্রতিপত্তি থেকে ভিখারি! তালিবানি শাসনে রাস্তায় খাবার বিক্রি করছেন জনপ্রিয় টিভি অ্যাঙ্কর

বাংলা হান্ট ডেস্ক: তালিবানরা আফগানিস্তান দখল করার পর দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে। এমনকি, সে দেশে এমন অবস্থা হয়েছে যে চাকরিজীবীরাও আজ সর্বস্বান্ত হয়েছেন। ঠিক এই আবহেই এবার এক হৃদয়বিদারক ছবি সামনে এল। যা দেখে অবাক হয়েছেন সকলেই। পাশাপাশি, এই সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে আফগানিস্তানের একসময়ের জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর আজ পেটের দায়ে রাস্তায় খাবার বিক্রি করছেন।

নিউজ অ্যাঙ্করের করুণ ছবি ভাইরাল:
মূলত হামিদ কারজাই সরকারের সাথে কাজ করা কবির হাকমলের একটি সাম্প্রতিক টুইট দেখেই বাকরুদ্ধ হয়েছেন সকলে। সেখানে হাকমল আফগান সাংবাদিক মুসা মোহাম্মদীর কয়েকটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন যে, মোহাম্মদী বহু বছর ধরে গণমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। এমনকি, বিভিন্ন টিভি চ্যানেলে তিনি নিউজ অ্যাঙ্কর এবং সাংবাদিকের কাজও করেছেন। কিন্তু, বর্তমান সময়ে তালিবানি শাসনের জেরে আফগানিস্তানে এমন ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যে, উপার্জনের আশায় আজ তাঁকে রাস্তায় খাবার বিক্রি করতে হচ্ছে।

তালিবান শাসনের জেরে এমন ঘটনা ঘটেছে:
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর অগাস্টের পর ফের আফগানিস্তানের ক্ষমতায় কায়েম হয় তালিবানরা। আর তারপর থেকেই সে দেশে নেমে আসে চরম অন্ধকার। এমতাবস্থায় মুসা মোহাম্মদী বছরের পর বছর ধরে গণমাধ্যমের সাথে যুক্ত থাকলেও এখন তাঁর পরিবারের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য কোনো আয় নেই। আর এই কারণেই তাঁকে বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে এই কাজ।

সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি সামনে আসতেই মেলে সাহায্য:
এদিকে মোহাম্মদীর এই করুণ ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই তা দৃষ্টি আকর্ষণ করেছে সবার। পাশাপাশি, তাঁর এই ছবি জাতীয় বেতার ও টেলিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছলে মহানির্দেশক আহমেদুল্লাহ ওয়াসিক টুইট করেন যে, তিনি তাঁর অফিসে এই প্রাক্তন নিউজ অ্যাঙ্করকে কাজ দেবেন।

মহিলাদের জন্য চাকরির সঙ্কট:
প্রসঙ্গত উল্লেখ্য যে, তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটি একাধিক সঙ্কটের সম্মুখীন হয়েছে। এমনকি, গত কয়েক মাসে মিডিয়া আউটলেটগুলির উপর তালিবানদের হামলার ফলে বহু সাংবাদিক, বিশেষ করে মহিলারা তাঁদের চাকরি হারিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর