‘আমি গর্বিত…’, BJP তে অনুরাধা পাড়োয়াল! লড়বেন লোকসভা নির্বাচন? মুখ খুললেন গায়িকা

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই প্রকাশ্যে এসেছে নির্বাচনের নির্ঘন্ট। আগামী ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে দিল্লির সিংহাসন দখলের লড়াই। শনিবার দুপুর ৩টে নাগাদ প্রেস মিটিং শুরু করে নির্বাচন কমিশন। সেই মিটিংয়েই কমিশন জানিয়ে দেয় যে, ১৯ এপ্রিল থেকে দীর্ঘ ৪৭ দিন ধরে চলবে দিল্লিবাড়ি জয়ের লড়াই। ভোট উৎসবের উন্মাদনার মধ্যেই খবর এল, বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন খ্যাতনামা গায়িকা অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)।

একদিকে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের উন্মাদনা অন্যদিকে কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকে দলে পেয়ে বিজেপি কর্মীদের খুশি আর ধরেনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে যে, আসন্ন নির্বাচনে কি তাকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির? বিশেষজ্ঞদের মতে, অনুরাধার জনপ্রিয়তাকে কাজে লাগানোর একটা চেষ্টা তো বিজেপি করবেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ৬৯ বছর বয়সী এই শিল্পী মূলত তার ভক্তিগীতির জন্য বিশেষ পরিচিত। তার স্বামী প্রয়াত অরুণ পাড়োয়ালও একজন খ্যাতনামা সুরকার ছিলেন। কয়েক বছর আগেই ছেলে আদিত্যকে হারিয়েছেন তিনি। এই মুহূর্তে তার পরিবার বলতে তিনি এবং তার মেয়ে কবিতা। এতদিন পর্যন্ত সঙ্গীত জগতের সাথে যুক্ত থাকলেও এবার তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : CAA নিয়ে উস্কানিমূলক মন্তব্য! খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের মতুয়াগড়ে

img 20240316 193452

রাজনীতির ময়দানে পা রাখার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘যে দলে যোগ দিয়েছি সেই দলের সঙ্গে সনাতন ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। এমন এক দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।’ তিনি কি তবে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন? এই প্রশ্নের জবাবে গায়িকা বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। দল যা বলবে তাই শিরোধার্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর