সুরের জগৎ থেকে চিরবিদায়! প্রয়াত খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উধাস, শোকের ছায়া সঙ্গীতজগতে

বাংলা হান্ট ডেস্ক : ফের শোকের ছায়া বিনোদন জগতে (Bollywood)। ৭২ বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন গজল গায়ক পঙ্কজ উধাস (Pankaj Udhas)। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শিল্পীর মেয়ে নায়াব উধাস খবরটি নিশ্চিত করেছেন। সূত্রের খবর, এইদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১ টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।

গজল পছন্দ করেন অথচ পঙ্কজ উধাসকে চেনেননা এমনটখ হতেই পারেনা। আশির দশকের অন্যতম সেরা একজন গায়ক ছিলেন পঙ্কজ। তার অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গান সবকিছুতেই মুগ্ধ ছিল আম জনতা। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’— পঙ্কজ উধাসের গাওয়া সব এই সব গজল শুনলে আজও থমকে যেতে হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে। সঙ্গীতের প্রতি পঙ্কজের আগ্রহ পরিবার সূত্রে পাওয়া। প্রথমটা তিনি শুরু করেন তবলা দিয়ে। তবে পরবর্তী সময়ে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন গুলাম কাদির খানের কাছে। এরপর তাঁর সিনেমায় অভিষেক হয় ‘হম তুমি ওউর ওহ’ ছবির হাত ধরে। তবে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান ১৯৮৬ সালে ‘নাম’ ছবির ‘চিঠঠি আয়ি হ্যয়’ গানটির হাত ধরে।

আরও পড়ুন : বিশ্বমানের হবে বিষ্ণুপুর স্টেশন, ৪১ হাজার কোটির প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর! বড় ঘোষণা সৌমিত্র খাঁয়ের

mpbreaking26547312 1200x675.jpg

গজলের দুনিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন পঙ্কজ উধাস। আসমুদ্রহিমাচল বিস্তৃত তাঁর প্রতিভা। নয়ের দশকে মিউজিক অ্যালবামেও বাজিমাত করেছিলেন এই প্রয়াত শিল্পী। দীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। সঙ্গীত জগতের প্রতি তার অবদানের জন্য ২০০৬ সালে পদ্মশ্রী সম্মাননাও দেয় ভারত সরকার। তার মৃত্যু যে সঙ্গীত জগতের জন্য এক বিরাট ক্ষতি সেকথা বলাই বাহুল্য। মর্মান্তিক এই ঘটনার পর শোকবার্তা জানিয়েছেন খ্যাতনামা শিল্পী সোনু নিগম।

 

 

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর