এগিয়ে আসছে সময়! হু হু করে নামবে পৃথিবীর জনসংখ্যা, প্রকাশ্যে এল চমকে দেওয়া তথ্য

বাংলাহান্ট ডেস্ক : গোটা পৃথিবীতেই জনসংখ্যার হার ক্রমবর্ধমান। কিছু দেশ ছাড় প্রায় সব দেশেই হু হু করে বাড়ছে জনসংখ্যা। ভারত ও চীনের জনসংখ্যা চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। তবে এই জনসংখ্যা বৃদ্ধি চলবে আর কতদিন? একটি গবেষণার রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বিষয়টি নিয়ে। গবেষকরা জানাচ্ছেন, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি চলবে ৫৬ বছর পর্যন্ত।

তারপর ধীরে ধীরে জনসংখ্যার হার নিম্নমুখী হবে। গবেষকরা মনে করছেন পৃথিবীতে জনসংখ্যার হার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে ২০৮০ সালে। পৃথিবীর জনসংখ্যা ২০৮০ সালে গিয়ে পৌঁছাবে প্রায় ১০.১৩ বিলিয়নে (১ হাজার ১৩ কোটি)। তবে তারপর থেকে জনসংখ্যা কমতে শুরু করবে। গবেষকরা সেই বিষয়ে তথ্য প্রকাশ করেছেন।

আরোও পড়ুন : মেট্রোর পর এবার আন্ডারগ্রাউন্ড হবে ধর্মতলা বাস টার্মিনাসও! শীঘ্রই শুরু হবে সমীক্ষা

অস্ট্রিয়ার গবেষণা সংস্থা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড সিস্টেমস অ্যানালাইসিস (IIASA) এবং উইটজেনস্টাইন সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল দ্বারা প্রকাশিত হয়েছে এই গবেষণার তথ্যগুলি। এর আগে কিছু গবেষক বলেছিলেন পৃথিবীর জনসংখ্যা সর্বোচ্চ হারে স্পর্শ করবে ২০৭০ সালে।

japan population

এরপর ২০৮০ সালে ১০.১৩ বিলিয়নের শিখরে পৌঁছানোর পর জনসংখ্যা কমতে শুরু করবে ধীরে ধীরে। ২১০০ সালের মধ্যে তা ৯.৮৮ বিলিয়নে (৯৮০ কোটি) নেমে আসবে। গবেষকরা বলছেন যে আগামী ৩০ বছরে, জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি মানুষ মাধ্যমিক-পরবর্তী শিক্ষা পাবে। IIASA-এর মতে, আগামী বছরগুলিতে বেশির ভাগ মানুষই বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি শিক্ষিত হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর