ক‍্যামেরার সামনেই ঘনিষ্ঠ চুম্বন, সাকলায়েনের মুখ থেকেই কেক খেলেন পরীমণি, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বাড়িতে বেআইনি মদ ও মাদক দ্রব‍্য মজুত রাখার অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব‍্যাটেলিয়নের হাতে গ্রেফতার হয়েছেন মডেল অভিনেত্রী পরীমণি (porimoni)। বৃহস্পতিবার থেকে বনানী থানায় রয়েছেন তিনি। অপরদিকে তদন্তে গিয়ে পরীমণির সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগে ফেঁসেছেন বাংলাদেশি পুলিস আধিকারিক গোলাম মহম্মদ সাকলায়েন। ইতিমধ‍্যেই কর্মক্ষেত্রে বদলি করা হয়েছে তাঁকে। এবার ভাইরাল হল পরীমণি সাকলায়েনের একটি অন্তরঙ্গ ভিডিও।

সম্ভবত পরীমণি বা সাকলায়েনের জন্মদিনের ভিডিও এটি। নীল কালো থিমে সাজানো হয়েছে পার্টি। বেলুন থেকে কেক সবই থিম মেনেই নীল কালো রঙের। গোলাপি কালো রঙের পাতলা শাড়ি, কাঁচের চুড়িতে সেজেছেন পরীমণি। সাকলায়েনের মুখে থাকা কেকেই কামড় বসাতে দেখা যায় অভিনেত্রীকে। তারপরেই সাকলায়েনের ঠোঁটে চুম্বন করেন তিনি। দুজনের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে ভিডিওটি বেশ চাঞ্চল‍্য ফেলেছে ওপার বাংলায়।

resize
এর আগেও একটি সিসিটিভি ফুটেজ খুব ভাইরাল।হয়েছিল। ফুটেজে দেখা গিয়েছিল গত ১ অগাস্ট সকাল আটটা নাগাদ রাজাবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সামনে একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামেন লাল টি শার্ট পরা এক ব‍্যক্তি এবং তাঁর পেছন পেছন সাদা পোশাকে পরীমণি। দুজনেই রিসেপশন থেকে চাবি নিয়ে ভবনে ঢুকে যান। পরে ট্রলি ব‍্যাগ নিয়ে যাওয়া হয়। এরপর আবার রাত দেড়টা নাগাদ পরীমণির গাড়ি এসে দাঁড়ায় ভবনের সামনে। কিছু সময় পর অভিনেত্রী গাড়িতে ওঠেন। কিন্তু এবারে তাঁর পোশাক ছিল কালো।

ফুটেজটি ভাইরাল হওয়ার পরেই ঢাকা মহানগর পুলিস কমিশনারের নির্দেশে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম‍্যানেজমেন্টে বদলি করা হয়েছে সাকলায়েনকে। দফায় দফায় পুলিসি জেরা চলছে পরীমণিরও। তিনি দাবি করেছেন যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেই মতো শেষবার ওই ১লা অগাস্টই সাকলায়েনের সরকারি ফ্ল‍্যাটে গিয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর