হোলির শহরে পরীমণি, কলকাতায় এসে চাপলেন এক্কা গাড়িতে, রঙ মেখে শেয়ার করলেন ছবি

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ড থেকে পুরোপুরি ভাবে নাম সরে গিয়েছে, ফিল্মি কেরিয়ারও তড়তড়িয়ে এগোচ্ছে। সুখের দিন ফেরত এসেছে পরীমণির (porimoni)। এবার কলকাতা ভ্রমণের সুখস্মৃতিতে ডুব দিলেন বাংলাদেশী অভিনেত্রী। কলকাতার রাস্তায় ঘোরার একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ‍্যাল মিডিয়ায়।

এপ্রিল মাস নাগাদ ভারতে এসেছিলেন পরীমণি। হোলির শহরে নিজেও রঙ মেখে রাঙা হয়েছিলেন। সাদা জিন্স, একই রঙের ব্রালেট ও সাদার উপরে নীল প্রিন্টের শ্রাগ জড়িয়েছিলেন পরীমণি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চেপে পোজ দিয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের গাড়ি থেকে আইসক্রিম কিনে খেয়েছেন। অনুরাগীদের সঙ্গেও হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন পরীমণি।

FB IMG 1636545432421
গত কয়েকদিন ধরেই কলকাতা সফরের টুকটাক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। শহরে এসে পৌঁছানো থেকে হোটেলের ভেতরে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সাউথ সিটি মলে চুটিয়ে শপিং করেছেন। ইয়া বড় বিলের ছবিও দেখিয়েছেন তিনি। মনোবিদের কাছে যাওয়ার থেকে শপিং করায় খ‍রচ কম হয় বলে মনে করেন তিনি।

FB IMG 1636545437951
২৪ শে অক্টোবর ২৯ এ পা দিয়েছেন পরীমণি। জন্মদিন উপলক্ষে জমজমাট আয়োজন করেছিলেন তিনি। ঢাকার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরীমণির জন্মদিনের আসর। গোটা পার্টি জুড়েই চমক রেখেছিলেন পরীমণি। বিমানের ককপিটের অনুকরণে তৈরি হয়েছিল মঞ্চ।

FB IMG 1636545449143
লাল টপ ও সাদা স্কার্ট পরে পরীমণি মঞ্চে উঠে আসতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত অতিথি অভ‍্যাগতরা। পরনের স্কার্টটিকে গুটিয়ে লুঙ্গির মতো করে পরে বলিউডের শাহরুখ দীপিকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ এর তালে নেচে ওঠেন পরীমণি। তবে শুধুই জমকালো পার্টি না। জন্মদিনের দুপুরে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেও কেক কেটে উদযাপন করেন পরীমণি।

Niranjana Nag

সম্পর্কিত খবর