বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের জন্মদিন হয়তো সারা জীবন মনে রাখবেন সলমন খান (salman khan)। ক্রিসমাসের ঠিক পরপরই জন্মদিন ভাইজানের। গত বছর থেকে নিজের পানভেলের ফার্ম হাউসে জন্মদিন পালন করছেন তিনি। এ বছর বড়দিনেই সাপে কামড়ায় সলমনকে। যদিও সাপটি বিষহীন হওয়ায় এ যাত্রা রক্ষা পেয়ে গিয়েছেন ভাইজান। জন্মদিনে সারা দেশ থেকে আসা শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। এমনকি বিদেশ থেকেও এসেছে এক বিশেষ বার্তা।
পর্ন তারকা কেন্ড্রা লাস্ট (kendra lust) জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন সলমনকে। সলমনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে সলমন খান’। অভিনেতাকে ট্যাগও করেছেন তিনি। যদিও ছবিটি আসল নয়। কেন্ড্রার সঙ্গে সলমনের ছবিটিকে এডিট করে জুড়ে দেওয়া হয়েছে। দুজনের মাথায় আবার স্যান্টা টুপিও পরিয়ে দেওয়া হয়েছে এডিট করে।
কেন্ড্রার এই টুইট আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রসিকতা করার সুযোগ ছাড়েননি নেটিজেনরা। একজন কেন্ড্রাকে পরামর্শ দিয়েছেন, সলমনের সঙ্গে ছবিতে অভিনয় করার। আরেকজন আবার মজা করে লিখেছেন, সলমনের জনপ্রিয়তা কোথায় কোথায় পৌঁছে গিয়েছে! আরেকজনের মতে, কেন্ড্রা হয়তো সলমনের প্রেমে পাগল।
https://twitter.com/KendraLust/status/1475207590447616007?t=8IVsPl8lcR1EdgbdtbusJg&s=19
https://twitter.com/MajesticMujju/status/1475306330248339456?t=gX7zq9dWN4qXezTcDEl4Fg&s=19
সম্প্রতি সলমনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। পানভেলের ব্যস্ত রাস্তায় অটো চালাতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওতে দেখা যাচ্ছে হাফ প্যান্ট, টিশার্ট ও মাথায় টুপি পরে অটোর চালকের আসনে বসে পড়েছেন সলমন। কয়েকজন সওয়ারিকে নিয়ে দিব্যি দক্ষ হাতে অটো চালালেন তিনি। পাপারাৎজির দৌলতে সলমনের অটো চালানোর ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Lagta h bhai apke pyaar me bhot saalo se pagal h
— Abhijeet Baranwal (@abhijeetbaran12) December 27, 2021
কমেন্ট বক্সে ঢল নেমেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘অভিনেতা না হলে এই কাজটাই করতেন ভাইজান’। আরেকজনের রসিকতা, ‘ওই সাপটাকেই হয়তো খুঁজতে বেরিয়েছেন’। অনেকে আবার সাপটার জন্য দুঃখও প্রকাশ করেছেন। তবে সলমনের এই অটো চেপে ভ্রমণ বেশ পছন্দ হয়েছে নেটনাগরিকদের একাংশের।