বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বিহারের (Bihar) পাটনা জংশন (Patna Junction) থেকে। মূলত, সেখানে প্ল্যাটফর্মে ইনস্টল করা টিভি স্ক্রিনে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎই “নীল ছবি” (Porn Video) চলতে শুরু করে। যার ফলে স্বাভাবিকভাবেই অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। এমনকি, একনাগাড়ে প্রায় তিন মিনিট যাবৎ ওই অশ্লীল ভিডিও চলতে থাকে। যার জেরে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে রেলওয়ে ম্যানেজারকে মারধরও করেন বলে জানা গিয়েছে।
আরপিএফ ও জিআরপি ওই ভিডিও বন্ধ করে দেয়: মূলত, ওই ভিডিওটি শুরু হওয়ার সাথে সাথেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। পাশাপাশি, তাঁরা দ্রুত এই বিষয়টি আরপিএফ এবং জিআরপিকে জানায়। গত রবিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটে।
এমতাবস্থায়, আরপিএফ ও জিআরপি দ্রুত বিজ্ঞাপনটি পরিচালনাকারী সংস্থার এজেন্সি “দত্ত কমিউনিকেশন”-এ ফোন করে সম্প্রচারটি বন্ধ করে দেয়। পাশাপাশি, বিষয়টি ডিআরএম এবং রেলের অন্যান্য উর্ধ্বতন অধিকারিকদেরও জানানো হয়।
এফআইআর সহ ওই সংস্থাকে “BLACKLISTED” করা হয়: জানা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রেলের বাণিজ্যিক বিভাগ দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এই প্রসঙ্গে রেলেওয়ের বিভাগীয় ব্যবস্থাপক প্রভাত কুমার বলেন, এটা খুবই গুরুতর বিষয়। এছাড়াও, বিজ্ঞাপন সংস্থার অপারেটরকে জরিমানা করার পাশাপাশি তিনি রেলের সঙ্গে ওই কোম্পানির চুক্তি বাতিলেরও নির্দেশ দিয়েছেন।
https://twitter.com/UtkarshSingh_/status/1637523227038588936?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1637523227038588936%7Ctwgr%5E90b1dc4ea424c7859a8f451a7a491ed6cfba4c1a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fviral%2Fvideo-of-porn-clip-being-played-at-patna-railway-station-tv-screens-for-3-mins-goes-viral-article-98795933
এদিকে, এই বিষয়ে RPF পোস্ট ইনচার্জ সুশীল কুমার বলেছেন যে, তদন্তের পরে স্পষ্ট হয়ে গেছে ওই অশ্লীল ভিডিওটি শুধুমাত্র ১০ নম্বর প্ল্যাটফর্মে চলেছিল। শুধু তাই নয়, রেলের আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার পর এজেন্সির কন্ট্রোল রুমে অভিযান চালানো হলে এজেন্সির কর্মচারীদেরকে অশ্লীল ভিডিও দেখতে দেখা যায়। এমতাবস্থায়, ওই সংস্থার কিছু কর্মচারীকে তাৎক্ষণিকভাবে আরপিএফ এবং জিআরপি নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি, ওই এজেন্সির মালিককেও তলব করা হয়েছে এবং সবাইকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।