কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন পর্নস্টাররা !

 

বাংলা hunt ডেস্ক : কাউকে হয়তো তেমন জোর করে এই ইন্ডাস্ট্রিতে আনা হয়না।কিন্ত কাজের চাঁপে ক্রমশ আত্মহত্যার পথের দিকে এগিয়ে যাচ্ছে পর্নস্টাররা।তাই বিষয়টি দুর থেকে দেখে যেমন লাগে তা আদপে হয়তো তেমন নয়।

 

কারন একজন পর্ন পারফরমার কে দিনে পাঁচটি থেকে ছয় ঘন্টার মধ্যে দশ থেকে পনেরোর বার লিপ্ত হতে হয় যৌন সঙ্গমে এমনটাই উঠে এসছে তথ্য।কাজের চাপ এতটাই যে ইচ্ছা থাকলেও মেলে না ছুটি।

157f2 shutterstock 209071675 752x501 1

আর অন‍্যদিকে চুক্তির সৈজন‍্যে মাঝপথে কাজটাও ছাড়া সম্ভব হয়ে ওঠেনা তাদের পক্ষে , তাই তীব্র যন্ত্রণা সহ‍্যের মধ্যে দিয়ে এই কাজ করে যেতে হচ্ছে তাদের, ফলে মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়ছে তারা।এক্ষেত্রে ক্রমশ আত্মহত‍্যার পথে এগোচ্ছে তারা ।বিষয়টি ঋতিমতো উদ্বেগজনক।

সম্পর্কিত খবর