বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। আসন্ন বৈশাখ ও জৈষ্ঠ মাসের দাবদাহের কথা ভেবে শঙ্কিত অনেকেই। তবে গরমের মরশুমে কিছুটা হলেও স্বস্তির ঠান্ডা বাতাস বয়ে আনতে পারে এয়ারকন্ডিশনার বা এসি (Air Conditioning)। গত কয়েক বছরে ভারতের বাজারে এসি বিক্রি বেড়েছে কয়েকগুণ।
ঘর ঠান্ডা করা (Air Conditioning) ও পোর্টেবল এসি সম্পর্কিত তথ্য
এসি কেনার ক্ষেত্রে অনেকেরই পছন্দ স্প্লিট কিংবা উইন্ডো এসি। তবে স্প্লিট ও উইন্ডো এসির পাশাপাশি আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে পোর্টেবল এসিও। পোর্টেবল এসি (Portable AC) এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় খুব সহজেই। এই সুবিধা অবশ্য থাকে না স্প্লিট কিংবা উইন্ডো এসির ক্ষেত্রে।
আরও পড়ুন : SSC ইস্যু: বিচারব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলা হোক! প্রধান বিচারপতির কাছে গেল চিঠি
বহনযোগ্যতার কারণেই আজকাল অনেকেই ভরসা রাখছেন পোর্টেবল এসির উপর। আপনিও কি আসন্ন গ্রীষ্মে নতুন পোর্টেবল এসি কেনার চিন্তা-ভাবনা করছেন? তাহলে আপনার জন্যই আজকের প্রতিবেদন। বেশ কিছু সুবিধার পাশাপাশি একাধিক সমস্যাও রয়েছে পোর্টেবল এসিতে। সেই সংক্রান্ত বিষয়েই আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন : রাত পোহালেই ঝড়-বৃষ্টি! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার আগাম আপডেট
ঘর ঠান্ডা হওয়ার (Air Conditioning) ক্ষেত্রে পোর্টেবল এসির সমস্যা :
• পোর্টেবল এসি কিন্তু সম্পূর্ণভাবে বহনযোগ্য নয়। বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে পোর্টেবল এসিতে। ঘরের গরম বাতাস বাইরে বের করে দেওয়ার কাজ করে যেকোনও এয়ারকন্ডিশনার। পোর্টেবল এসিও তার ব্যতিক্রম নয়। তাই পোর্টেবল এসিকে ঘরের এমন অবস্থানে রাখতে হবে যেখানে গরম বাতাস নিষ্ক্রমণের জায়গা রয়েছে।
• স্প্লিট বা উইন্ডো এসি স্বয়ংক্রিয়ভাবে জল নিষ্কাশন করতে সক্ষম। তবে পোর্টেবল এসির ক্ষেত্রে কিন্তু সেই সুবিধা নেই। আপনার পোর্টেবল এসিতে যে জল জমা হবে তা নিষ্কাশনের দায়িত্ব আপনারই। নির্দিষ্ট সময় অন্তর আপনাকেই এসির জল নিষ্কাশন ব্যবস্থা করতে হবে।
• পোর্টেবল এসির আরও একটি বড় সমস্যা এটির যান্ত্রিক শব্দ। স্প্লিট কিংবা উইন্ডো এসির চেয়ে পোর্টেবেল এসির কম্প্রেসারের শব্দ অনেকটাই বেশি। বিশেষ করে রাত্রে ঘুমানোর সময়ে এই শব্দ সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
• অপেক্ষাকৃত ছোট ঘরের জন্যই উপযুক্ত পোর্টেবল এসি। বড় ঘর বা জায়গার জন্য স্প্লিট বা উইন্ডো এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। ৫০ ডিগ্রি সেলসিয়াসে আপনার এসি সঠিকভাবে কাজ করবে কিনা তা নির্ভর করছে এসির ধারণক্ষমতার উপর। বিশেষজ্ঞরা বলে থাকেন, ১.৫ টন ক্ষমতার পোর্টেবল এসি সর্বোচ্চ ১৫০ বর্গফুট পর্যন্ত একটি ঘর ঠান্ডা করার (Air Conditioning) উপযুক্ত। তবে এর বেশি আকারের ঘর বা জায়গার ক্ষেত্রে পোর্টেবল এসি শীতাতপ নিয়ন্ত্রণের (Air Conditioning) ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে।