বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) সফরে এসেছেন পর্তুগালের (Portugal) প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সোসা। ভারতে এসেই তিনি স্থায়ী সদস্যপদের দাবি জানান। ভারতের পাশে তিনি সবসময় রয়েছে বলে জানান। আগামী বছরে পর্তুগাল সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি কোবিন্দকে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) এবার দিল্লীর পাশে দাঁড়ালো পর্তুগাল।
ভারত সফরে এসে এমনটাই জানালেন পর্তুগালের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সোসা। বিশ্ব রাজনীতিতে দিল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই ব্যাপারেই তিনি দিল্লীর পাশে আছেন বলেও জানান। চারদিনের ভারত সফরে এসে এবার থেকে যেকোনো রকম সমস্যায় ভারত পাশে পাবে পর্তুগালকে এমনটাই জানান তিনি।
Portugal extends support for India's bid for a permanent seat in the United Nations Security Council (UNSC), saying New Delhi is key to the balance of power in the world
Read @ANI story | https://t.co/m4IaGJMAsn pic.twitter.com/DEF7AEkJQU
— ANI Digital (@ani_digital) February 14, 2020
রবিবার পর্তুগালের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সোসা রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করেন। এরপর তিনি জানান, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের পাশে পর্তুগালের সমর্থন রয়েছে ৷ দিল্লি বিশ্ব রাজনীতিতে এক অসামান্য এবং গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছে, তাতে এই পদ আপনাদেরই একমাত্র প্রাপ্য ৷ আমি জানি বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষার্ত্রে দিল্লি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷”
পর্তুগালের প্রেসিডেন্ট আরও বলেন যে আগামী বছরে পর্তুগাল সফরে তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ তিনিআর জানান, “আমরা বর্তমানে এখন একটি নতুন যুগে বাস করছি ৷ আমাদের দুই দেশের মধ্যেকার বন্ধুত্ব আরও বেশি মজবুত করতে হবে ৷”