শ্রাবন্তী-যশ থেকে লকেট-বাবুল সুপ্রিয়, এক নজরে দেখে নিন বিজেপির সম্ভাব‍্য প্রার্থী তালিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজই তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের প্রার্থী (candidate) তালিকা ঘোষনা করতে চলেছে বিজেপি (bjp)। গতকাল বৈঠকের পর আজই প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী হতে পারেন কয়েকজন হেভিওয়েট সাংসদও।

প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ‍্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ‍্যায়, লকেট চট্টোপাধ‍্যায়, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক। এমনকি প্রার্থী হওয়ার বড় সম্ভাবনা রয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তৃতীয় ও চতুর্থ দফার ভোটে সম্ভাব‍্য প্রার্থী তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন তারকা প্রার্থীরও।


হাওড়া শিবপুর থেকে সম্ভাব‍্য প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। চণ্ডীতলা থেকে প্রার্থী হতে পারেন যশ দাশগুপ্ত। সাংসদ লকেট প্রার্থী হতে পারেন সিঙ্গুর থেকে। বেহালা পশ্চিমে সম্ভাব‍্য প্রার্থী হিসাবে নাম উঠে আসছে শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের। এছাড়াও রাজারহাট নিউটাউন থেকে প্রার্থী হতে পারেন অঞ্জনা বসু।

উল্লেখ‍্য, তৃতীয় দফায় ভোট হবে ৬ এপ্রিল। হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণার একাংশে হবে তৃতীয় দফার ভোটগ্রহণ। চতুর্থ দফায় হাওড়া, হুগলী ও দক্ষিণ চব্বিশ পরগণার বাকি অংশে ভোটগ্রহণ হবে। ভোটের তারিখ ১০ এপ্রিল।


অপরদিকে সম্প্রতি জানা গিয়েছে বিজেপির হয়ে প্রার্থী হতে চান না মিঠুন চক্রবর্তী। তবে দলের হয়ে জোর কদমে প্রচার তিনি করবেন বলে জানা গিয়েছে। এর আগে বিজেপির হয়ে মিঠুনের নির্বাচনে লড়ার ইঙ্গিত স্পষ্ট করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন, দল যদি চায় তাহলে ভোটে লড়ার জন‍্য মিঠুনকে রাজি করাতে তাঁর সঙ্গে কথা বলা হবে।

X