বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় কর কাঠামোয় আয়কর ছাড়ের বিষয়টি নিয়ে আগ্রহ থাকে অনেকেরই। বিনিয়োগকারীরা পোস্ট অফিস (Post Office) বা ব্যাঙ্কের এমন কিছু প্রকল্পে বিনিয়োগ করতে চান যেখানে তাদের লগ্নিকৃত অর্থ একদিকে যেমন থাকবে সুরক্ষিত, অন্যদিকে মিলবে কর ছাড়ের সুবিধা।
১৯৬১ সালের আয়করের ৮০ সি ধারায় বিনিয়োগকারীরা পেতে পারেন দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা। বেশকিছু সরকারি স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা কর ছাড়ের সুবিধা লাভ করতে পারেন। ভারতীয় ডাক বিভাগ (Post Office) বা ইন্ডিয়া পোস্টের এমন কিছু স্কিম (Scheme) রয়েছে যেখানে বিনিয়োগ করলে মোটা রিটার্নের পাশাপাশি মিলবে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর (Income Tax) ছাড়ের সুবিধা।
পোষ্ট অফিসের (Post Office) ৫ প্রকল্পে আয়কর ছাড়ের সুবিধা:
• পাবলিক প্রভিডেন্ট ফান্ড : কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে ৮০ সির আওতায় এক আর্থিক বছরে মেলে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সুবিধা। জানুয়ারি-মার্চ কোয়ার্টারে পিপিএফে সুদের হার ৭.১%।
• সুকন্যা সমৃদ্ধি : বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে মিলছে ৮.২% হারে সুদ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটিতেও রয়েছে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সুবিধা।
আরও পড়ুন : বাংলাদেশকে তো এখন চোখে হারাচ্ছে বেজিং! ঝড়ের গতিতে বাড়ছে বিনিয়োগ, নয়া কী প্ল্যান জিংপিংয়ের?
• টাইম ডিপোজিট : পোস্ট অফিসের টাইম ডিপোজিট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ প্রকল্প। পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০ সি ধারায় পেয়ে যাবেন দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সুবিধা। বর্তমানে ৫ বছরের টাইম ডিপোজিটে ইন্ডিয়া পোস্ট বিনিয়োগকারীদের প্রদান করছে ৭.৫ % হারে সুদ। উল্লেখ্য, ৫ বছরের কম মেয়াদের টাইম ডিপোজিটে কর ছাড়ের সুবিধা পাবেন না বিনিয়োগকারী।
• সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : দেশের প্রবীণ নাগরিক বা অবসরপ্রাপ্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। বর্তমানে ৮.২% হারে সুদ মিলছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই প্রকল্পেও বিনিয়োগকারীদের জন্য থাকে কর ছাড়ের সুবিধা।
• ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট : ৩ বছর মেয়াদের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে অর্থ বিনিয়োগ করলে আয়কর আইন অনুযায়ী পেয়ে যাবেন কর ছাড়ের সুবিধা। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.১%।