বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেকেই টাকা সঞ্চয় করে রাখতে হয়। বিশেষ করে প্রবীণ বয়সের জন্য আমরা বিভিন্ন সেক্টরে টাকা ইনভেস্ট করি। অনেকেই রয়েছেন টাকা বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটকে। আবার অনেকে টাকা বিনিয়োগ করেন শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি স্কিমে।
তবে আমাদের অধিকাংশ মানুষের পছন্দ এমন বিনিয়োগের মাধ্যম যেখানে মোটা সুদও পাওয়া যায়, আবার নিজের টাকা সুরক্ষিতও থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে বিনিয়োগ করলে কিছু বছর পর মোটা টাকা রিটার্ন পাবেন। ইন্ডিয়া পোস্টের এটি একটি দুর্দান্ত স্কিম মধ্যবিত্তের জন্য।
আরোও পড়ুন : পাহাড় থেকে সৈকত, দেখতে পাবেন সব কিছুই! ভুলে যান দীঘা,পুরী; এবার পা রাখুন নতুন এই দ্বীপে
এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বিনিয়োগকারী। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে আমরা আজ আলোচনা করছি। এখানে অর্থ বিনিয়োগ করলে সম্পূর্ণভাবে সেটা সুরক্ষিত। ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক এই সুরক্ষা কবচ দেয় বিনিয়োগকারীদের।
আরোও পড়ুন : গেরুয়া বস্ত্র গলায় মসজিদে রামপুজো মুসলিমদের! অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিন বিরল দৃশ্য এই রাজ্য
পোস্ট অফিসে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে এই স্কিমে সর্বাধিক সুদ প্রদান করা হয়। এই স্কিমে বিনিয়োগ করলে সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ প্রদান করা হয় বিনিয়োগকারীদের। যদি আপনি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন ৮.২ শতাংশ সুদের হারে, তাহলে পাঁচ বছর পর মেয়াদ পূর্ণ হলে ১২.৩০ লক্ষ টাকা সুদ সহ ফেরত পাবেন মোট ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।
বার্ষিক ভিত্তিতে হিসাব করলে আপনারা প্রতিবছর সুদ বাবদ পাবেন ২ লাখ ৪৬ হাজার টাকা। মাসিক ভিত্তিতে হিসাব করলে আপনারা পেয়ে যাবেন ২০,৫০০ টাকা। এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। ৮০C এর অধীনে, ১.৫ লক্ষ টাকার বিনিয়োগ অব্যাহতিপ্রাপ্ত। ৬০ বছর বা তার অধিক বয়সী ব্যক্তিরা এখানে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের বৈধতা পাঁচ বছর।