সুখবর! অষ্টম পাশে কলকাতাতেই মিলবে ডাকবিভাগের চাকরি, বেতন ২০ হাজার টাকা, জেনে নিন বিশদে

Published On:

শহর কলকাতার জন্য বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি দিল ডাক বিভাগ। ডাকবিভাগ এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অষ্টম শ্রেনী পাশ হলেই আবেদন করা যাবে। আসুন জেনে নি এই চাকরির বিশদ তথ্য ও  আবেদনের খুঁটি নাটি

১. আবেদন কারীর বয়স ১ জুলাই ২০২০ তারিখ হিসাবে অবশ্যই ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। Sc ও ST দের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে।  অন্যান্য অনগ্রসর শ্রেণির আবেদনকারীরা ছাড় পাবেন ৩ বছরের।

২. মোট শূন্য পদ ১৯ ( মোটর ভেহিক্যাল মেকানিক: ৮টি, মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান: ৪টি,  ব্ল্যাকস্মিথ: ২টি, টায়ারম্যান: ২টি,  পেন্টার: ১টি, আপহোল্ডার: ১টি,কার্পেন্টার অ্যান্ড জয়েনার: ১টি).  বেতন ৫ হাজার ২০০ থেকে ২০ হাজার ২০০ টাকা।

৩. আবেদন কারীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে। এছাড়াও যে শূন্যপদে আবেদন করবেন সেই ক্ষেত্রে কাজ করার নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সাদা কাগজে বায়োডাটা ও অভিজ্ঞতার প্রমাণপত্র দ্য সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিসেস, ১৩৯, বেলেঘাটা রোড, কলকাতা-৭০০০১৫ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২ নভেম্বর ২০২০.

X