বাংলাহান্ট ডেস্ক : আপনি কি ভালো রিটার্ন পেতে চাইছেন? পোস্ট অফিস (Post Office) রেকারিং ডিপোজিট স্কিম হলো এমন একটি স্কিম, যেখানে কোন ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের আওতায় প্রতি মাসে টাকা জমা দিলে ম্যাচিউরিটির পর ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। এছাড়াও যারা ছোটখাটো ব্যবসা চালান বা নিজে কর্মরত তাদের জন্য RD স্কিম বেশ কার্যকরী হবে।
যদি কোন গ্রাহক পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি ভবিষ্যতের লোন পেতে পারেন। শুধু তাই নয়, রেকারিং স্কিমে আগের থেকে বেশি সুদ দেবে সরকার। আবার যদি কেউ পোস্ট অফিসের RD স্কিমে বিনিয়োগ করে থাকেন এবং হঠাৎ করেই যদি তার টাকার প্রয়োজন হয়, তাহলে সরকারের থেকে লোনের সুবিধা পাবেন।
আরোও পড়ুন : চিন্তা বাড়াচ্ছে চীন! তিব্বতে সেট করল যুদ্ধ বিমান জে-২০, এদিকে মুখ ভারতের দিকে, ব্যাপারটা কী ?
রেকারিং ডিপোজিট স্কিমে আপনি যত টাকা বিনিয়োগ করবেন তার ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।RD স্কিমে বিনিয়োগ করলে অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ মিলবে। অর্থাৎ ভবিষ্যতে যদি কেউ টাকা জমা করতে না চান, তাহলে সে ক্ষেত্রে সরাসরি ওই অ্যাকাউন্ট বন্ধ করা যায়। এই স্কিমের মেয়াদপূর্তির সময়সীমা হলো ৫ বছর।
আরোও পড়ুন : হাওড়া স্টেশনের এই খাবার আজ ভূ ভারতে বিখ্যাত! আরও ৭ জায়গার জনপ্রিয় ডিস চেখে দেখবেন নাকি?
এই ৫ বছর কোন টাকা তুলতে পারবেন না। তবে যদি অ্যাকাউন্ট অকালে বন্ধ করতে হয় সেক্ষেত্রে, তিন বছর বিনিয়োগের পর ওই অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করা যেতে পারে। পোস্ট অফিসের ওই স্কিমে আপনি ১০০ টাকা বিনিয়োগ করে অ্যাকাউন্ট শুরু করতে পারবেন। একজন ব্যক্তি যতগুলো খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। ভালো রকম রিটার্ন পাওয়া যায় এক্ষেত্রে।
কারণ এই বিনিয়োগের উপর চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। বিনিয়োগের পর মনোনয়নের সুবিধাও পাবেন। যদি এই স্কিমে দৈনিক ৩০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মাস গেলে ৬০০০ টাকা বিনিয়োগ করা হয়। সেক্ষেত্রে পাঁচ বছরে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জমা পড়বে। সে ক্ষেত্রে সরকারের থেকে ৬.৭০ শতাংশ হারে৬৮,১৯৭ টাকা সুদ পাবেন আপনি। মেয়াদ শেষে হলে সেই টাকার পরিমাণ হবে ৪,২৮,১৯৭ টাকা।