বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করা চাকরিপ্রার্থীদের জন্য প্রকাশ্যে এল এক দুর্দান্ত খবর। ইতিমধ্যেই, পোস্ট অফিসের তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই মিলবে সুযোগ। তবে শূন্যপদসহ পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আগামী ২৯ জানুয়ারিতে।
নিয়োগ (Recruitment) হবে পোস্ট অফিসে
অন্যান্য বছরের মত এই বছরও মনে করা হচ্ছে, শূন্যপদের (Vacancy) সংখ্যা থাকবে প্রায় ৪০ হাজারের কাছাকাছি। এক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগ (India Post) কর্তৃক বিভিন্ন পোস্ট অফিস শাখাগুলিতে ব্রাঞ্চ পোস্টমাস্টার সহ পিয়ন ও অন্যান্য পদে নিয়োগ করা হয়ে থাকে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এলে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত ধারণা করা যাবে বলেই মনে করা হচ্ছে।
ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশের পাশাপাশি কমপক্ষে তিন মাসের কম্পিউটার জ্ঞান যোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ মিলবে। এ প্রসঙ্গ জানিয়ে রাখি যে, ডাক সেবকের পদের জন্য কোন রকম লিখিত পরীক্ষা কিন্তু হবেনা। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরোও পড়ুন : ‘CBI ব্যর্থ!’ RG Kar কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় রেগে লাল দেবাংশু, স্পষ্ট জানালেন…
নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছর পর্যন্ত বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে যারা সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় পেতে পারেন। অন্যান্য বছরের মতো এই বছরও পোস্ট অফিসের (Post Office) গ্রামীণ ডাক সেবক নিয়োগের (Recruitment) ক্ষেত্রে অনলাইন আবেদন গ্রহণ করা হবে।
অনলাইনে আবেদন করার জন্য আগেভাগে বিস্তারিত তথ্য জেনে নিন। https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে চোখ রাখলেই আপনি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। অনলাইন আবেদন করতে প্রার্থীদের প্রথমে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন, ফর্ম পূরণ করে অনলাইনেই আবেদন মূল্য জমা করতে হবে।