চাকরিপ্রার্থীদের খুলল কপাল! পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ ডাক বিভাগে, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : হাজার হাজার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল ভারতীয় ডাক বিভাগ। নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ পোস্ট অফিসে। ভারতীয় ডাক বিভাগ পরীক্ষা ছাড়াই নিয়োগের (Recruitment) সুযোগ করে দিচ্ছে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে। এই পদে কারা আবেদনের যোগ্য, কীভাবে জানাবেন আবেদন, মাসিক বেতন কত, নির্বাচন প্রক্রিয়া কী, নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ (Recruitment)

নিয়োগকারী সংস্থা : ভারতীয় ডাক বিভাগ (India Post)।

কোন কোন পদে নিয়োগ : শাখা পোস্টমাস্টার (BPM), সহকারী শাখা পোস্টমাস্টার (ABPM), ডাক সেবক।

আরোও পড়ুন : বায়ো থেকে উধাও তথ্য! সোজা মেটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

মোট শূন্য পদের সংখ্যা : শাখা পোস্টমাস্টার ও সহকারী শাখা পোস্টমাস্টার মিলিয়ে মোট ২১৪১৩ জনকে নিয়োগ (Recruitment) করা হবে।

মাসিক বেতন : শাখা পোস্টমাস্টার (BPM) পদে ১২,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০/- টাকা, সহকারী পোস্টমাস্টার (ABPM) পদে  ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা, ডাক সেবক পদে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে যোগ্যতা : ডাক সেবক পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তার সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীর।

আরোও পড়ুন : TRP-র দেখা নেই, নায়িকা বদলের দাবি! বিতর্কের মাঝেই জি এর সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী

বয়স : ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে। ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে ভিজিট করে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র। তার সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। সর্বশেষে আবেদন মূল্য  মিটিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে।

Post office recruitment without written examination

আবেদন মূল্য : General/OBC/EWS  প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। কোনো রকম আবেদন মূল্য লাগবেনা SC/ST/PwD/ মহিলা  প্রার্থীদের।

নির্বাচন প্রক্রিয়া : গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। প্রার্থীকে বসতে হবে না লিখিত পরীক্ষায়। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট।

আবেদনের শেষ তারিখ : ০৩/০৩/২০২৫

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর