বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক পিতা-মাতার চিন্তা থাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সব বাবা-মা’ই চান তাদের সন্তানের গায়ে যেন একটুও আঁচ না লাগে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকরা বিনিয়োগ করে থাকেন বিভিন্ন জায়গায়। ভবিষ্যতে পড়াশোনা ও অন্যান্য খরচের জন্য যাতে চিন্তা করতে না হয় সেই উদ্দেশ্যে অনেকেই বেছে নেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পকে।
পোস্ট অফিসের (Post Office Scheme) বিশেষ স্কিম
অনেকেই রয়েছেন যারা পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিমে বিনিয়োগ করেন। তবে আজ আমরা কথা বলব পোস্ট অফিসের (Post Office) টার্ম ডিপোজিট নিয়ে। এই স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ (Invest) করলে পেতে পারেন বড় লাভ। পোস্ট অফিসের (Post Office Scheme) পাঁচ বছরের টার্ম ডিপোজিটে মেলে ভালো সুদ।
আরোও পড়ুন : পুজোর আগেই সুখবর! সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এবার কত মিলবে?
আপনি চাইলে পোস্ট অফিসের এই স্কিমে (Post Office Scheme) খুব সহজেই আপনার বিনিয়োগের অর্থ তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ আপনি যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেটি সহজেই ১৫ লক্ষ টাকায় পরিণত করতে পারেন। কীভাবে ৫ লক্ষ টাকাকে ১৫ লক্ষ টাকায় পরিণত করবেন?
আরোও পড়ুন : Optical Illusion : টমেটোর মধ্যেই লুকিয়ে আছে বল! ৬ সেকেন্ডে খুঁজে ফেললেই হবে বাজিমাত
৫ লক্ষ টাকাকে ১৫ লক্ষ টাকায় পরিণত করার জন্য প্রথমে আপনাকে পাঁচ বছর মেয়েদের একটি টার্ম ডিপোজিটে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। বর্তমানে পোস্ট অফিসে পাঁচ বছরের টার্ম ডিপোজিটে (Term Deposit) মিলছে ৭.৫% সুদ। এই সুদের হারের উপর ভিত্তি করে গণনা করলে পাঁচ বছর পর আপনার টাকার পরিমাণ দাঁড়াবে মোট ৭,২৪,৯৭৪ টাকা।
এই টাকা না তুলে আপনি সমস্ত অংক ফের ৫ বছরের জন্য বিনিয়োগ করে দিন এই স্কিমে (Post Office Scheme)। ১০ বছর পর আপনার মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১০ ,৫১,১৭৫ টাকায়। সেই টাকা পুনরায় পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে ম্যাচুরিটির পর সুদ বাবদ পাবেন ১০,২৪,১৪৯ টাকা। অর্থাৎ মাত্র ৫ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকার অধিক সুদ পেয়ে যাবেন।
এইভাবে বিনিয়োগের ৫ লক্ষ ও সুদের ১০,২৪,১৪৯ টাকা মিলিয়ে সহজেই ১৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হয়ে যাবে আপনার। পোস্ট অফিসে (Post Office Scheme) বিভিন্ন মেয়াদের টার্ম ডিপোজিটে সুদের হার ১ বছরে ৬.৯% বার্ষিক সুদ, দুই বছরে ৭.০% বার্ষিক সুদ, তিন বছরে ৭.১% বার্ষিক সুদ, পাঁচ বছরে ৭.৫% বার্ষিক সুদ।