নিমেষেই টাকা হবে ডবল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই লাখপতি, ট্রিকসটা মাথায় রাখুন

বাংলাহান্ট ডেস্ক : আজও অধিকাংশ সাধারণ মানুষ সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নেন পোস্ট অফিসকে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসে (Post Office) টাকা বিনিয়োগ একদিক থেকে যেমন এক নিরাপদ, তেমনই থাকে মোটা রিটার্নের গ্যারান্টি। বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসের রয়েছে একাধিক স্কিম।

পোস্ট অফিসের (Post Office) স্কিম

সেগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিটে টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে সেই টাকা ডবল করার সুযোগ থাকে। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতই পোস্ট অফিসের (Post Office) এই স্কিম। অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করতে চাইলে সব থেকে নিরাপদ মাধ্যম হতে পারে এটি।

আরোও পড়ুন : উৎসবের দিনেও চলল গুলি! যোগীরাজ্যে কুপিয়ে খুন সাংবাদিক, আহত BJP নেতা

বর্তমানে কেন্দ্রীয় সরকার (Central Government) এই স্কিমে সর্বোচ্চ ৭.৫% হারে সুদ প্রদান করছে। বিভিন্ন মেয়াদে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের (Post Office) টার্ম ডিপোজিটে। ১ বছর, ২ বছর, ৫ বছরের বিভিন্ন বিকল্প রয়েছে।

Post Office

১ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করলে মিলবে ৬.৯% হারে সুদ, ২ বা ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৭% ও ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন বিনিয়োগকারী। ১৯৬১-এর ধারা ৮০সি-এর অধীনে থাকে কর ছাড়ের সুবিধা। ১০ বছরের অধিক বয়সীরা এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা যায় এই স্কিম।

Post Office

 

টাকা ডবল করার ট্রিক : এক্ষেত্রে আপনাকে ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ সুদের হারে আপনি পাবেন মোট ২,২৪, ৯৭৪ টাকা সুদ। সুদ ও আসলসহ আপনার অর্থের পরিমাণ দাঁড়াবে ৭,২৪,৯৭৪ টাকা। সেই টাকা ফের ৫ বছরের জন্য বিনিয়োগ করে দিন। তাহলে ৭,২৪,৯৭৪ টাকা পাঁচ বছর পর সুদ-আসল মিলিয়ে গিয়ে দাঁড়াবে ১০,৫১,১৭৫ টাকায়। এভাবে খুব সহজেই নিরাপদে আপনার গচ্ছিত টাকা হয়ে যাবে ডবল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর