ধামাকা অফার! এবার ১৫ হাজার টাকা পাবেন ৩ মাস পর পর! পোস্ট অফিসের এই স্কিমটি জানেন তো?

বাংলাহান্ট ডেস্ক : সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme), নাম শুনেছেন অনেকেই। পোস্ট অফিসের (Post Office) বেশ জনপ্রিয় একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এটি। সবথেকে বেশি সুদ মেলে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই স্কিম থেকে তিন মাস অন্তর ১৫৩৭৫ টাকা আয় করা যায়। স্কিমটি ম্যাচিওর হলেই জমা করার রিটার্ন মিলবে।

পোস্ট অফিসের (Post Office) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

প্রবীণ নাগরিকরা এই স্কিমে যত বেশি টাকা বিনিয়োগ করবেন সেই টাকা থেকে প্রাপ্ত সুদ প্রতি মাসে অথবা তিন মাস অন্তর কিংবা প্রতিবছরে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। পোস্ট অফিসের (Post Office) এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সিনিয়র সিটিজেন স্কিমের মেয়াদ পাঁচ বছর। তবে মেয়াদ পূর্তির পর আরো তিন বছর মেয়াদ বাড়ানো যায়।

   

আরোও পড়ুন : আগস্ট মাসে ১৩ দিন বন্ধ ব্যাংক! আগেভাগেই মিটিয়ে সব কাজ, নাহলেই বাড়বে ভোগান্তি

এরপর যতবার খুশি তিন বছর করে মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। পোস্ট অফিসের (Post Office) স্কিমগুলির (Scheme) সুদের হার সংশোধন করা হয় প্রতি তিন মাস অন্তর। এখন ৮.২ শতাংশ সুদ দিচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।  কোন প্রবীণ ব্যক্তি সর্বনিম্ন হাজার টাকা বিনিয়োগ করতে পারে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে।

আরোও পড়ুন : ভারতীয় টাকা কি দিয়ে তৈরি হয় জানেন? কাগজ নয় কিন্তু, ব্যবহার করা হয় এই ‘বিশেষ’ উপকরণটি

সর্বোচ্চ টাকার পরিমাণ ৩০,০০,০০০ টাকা। তবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সে ক্ষেত্রে ৬০,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বিনিয়োগের (Investment) পরিমাণ হবে ১,০০০ এর গুণিতক। অর্থাৎ এই স্কিমে ১৫০০ টাকা বা ২৫০০ টাকা বিনিয়োগ করা যাবে না। ২০০০ টাকা বা ৩ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।

প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা সুদ পেতে চাইলে ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। পোস্ট অফিসের (Post Office) জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করলে বার্ষিক সুদ হিসেবে পাওয়া যাবে ৬১,৫০০ টাকা। অর্থাৎ প্রতি ৩ মাসে সুদ মিলবে ১৫,৩৭৫ টাকা।

Post office came up with great scheme for investors

মেয়াদ পূর্তি হলে অর্থাৎ পাঁচ বছরে সুদ পাওয়া যাবে ২,৪৬,০০০ টাকা। মেয়াদ শেষ হয়ে গেলে মিলবে বিনিয়োগের টাকাও। চাকরি থেকে অবসর গ্রহণ করা ৬০ বছর বয়সী ব্যক্তিরা সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ করতে পারবেন। সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা ৫০ থেকে ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করলে, তারা এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর