অবিশ্বাস্য! সুদ মিলবে আসলের থেকেও বেশি! ১০ লাখ রাখলে হাতে আসবে….এই স্কিমটা জানতেন?

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংক বা পোস্ট অফিসকে। সরকার নিয়ন্ত্রিত ব্যাংক ও পোস্ট অফিসে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ। তাই সাধারণ বিয়োগকারীদের প্রথম পছন্দ থাকে এই সরকারি সংস্থাগুলি। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব পোস্ট অফিসের (Post Office) টাইম ডিপোজিট সম্পর্কে।

পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে টাকা রাখলে খুলবে কপাল

চলতি কথায় এই টাইম ডিপোজিটকে (Post Office Time Deposit) ফিক্সড ডিপোজিটও বলা হয়ে থাকে। বিভিন্ন মেয়াদের টাইম ডিপোজিটে মেলে ভিন্ন সুদ। পাঁচ বছর মেয়াদের টাইম ডিপোজিটে বর্তমানে পাওয়া যাচ্ছে ৭.৫% সুদ। পাশাপাশি থাকছে আয়কর আইনের 80C ধারায় কর ছাড়ের সুবিধা। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি পেতে পারেন তিনগুণ পর্যন্ত রিটার্ন।

   

Post office savings scheme

আপনি যদি আপনার অর্থ পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ করে তিন ডবল করতে চান তাহলে আপনাকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে হবে। আপনার স্কিম ম্যাচিওর হওয়ার আগে সেটিকে এক্সটেন্ড করতে হবে। আপনাকে দুবারের জন্য টাইম ডিপোজিট এক্সটেন্ড করতে হবে। সোজা কথায় বলতে গেলে একবারও আপনার অর্থ না তুলে সেটিকে ১৫ বছর পর্যন্ত এই স্কিমে রেখে দিতে হবে।

আরোও পড়ুন : পড়ে থাকে রাস্তার ধারে! জাস্ট কুড়িয়ে নিয়েই শুরু করে দিন Business, তারপরেই হবে ধনবর্ষা

যদি আপনি পাঁচ বছরের জন্য ১০ লক্ষ টাকা টাইম ডিপোজিট করেন তাহলে ম্যাচিউরিটির পর ৭.৫% সুদের হারে সুদ বাবদ পাবেন ৪,৪৯,৯৪৮ টাকা। পাঁচ বছর পর সুদ ও আসল মিলিয়ে দাঁড়াবে মোট ১৪,৪৯,৯৪৮ টাকা। আপনার টাইম ডিপোজিট আরো পাঁচ বছর এক্সটেন্ড করলে দশ বছর পর সুদ হিসেবে মিলবে মোট ১১,০২,৩৪৯ টাকা। ১০ বছর পর সুদ ও আসল মিলিয়ে আপনি হবেন ২১,০২,৩৪৯ টাকার মালিক।

Post Office

এরপর আপনাকে আরো পাঁচ বছরের জন্য এই টাইম ডিপোজিট এক্সটেন্ড করতে হবে। ১৫ তম বছরে সুদ হিসেবে আপনি পাবেন ২০,৪৮,২৯৭ টাকা। এই হিসাব থেকেই স্পষ্ট যে আপনি আপনার বিনিয়োগকৃত অর্থের দ্বিগুণ সুদ বাবদ লাভ করবেন এবং আপনার বিনিয়োগকৃত টাকা ১৫ বছরের 3 গুণ হয়ে ফিরে আসবে আপনার কাছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর