বাংলাহান্ট ডেস্ক : পোস্ট অফিসের (Post Office) স্কিমের সুদের হার (Rate of Interest) সংশোধিত হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর। ২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের (India Post) প্রকল্পগুলির সুদের হার পরিবর্তন করেনি। তাই বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন অক্টোবর মাসের জন্য।
পোস্ট অফিসের (Post Office) বিশেষ প্রকল্প
তৃতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার সুদের হারে পরিবর্তন আনে কিনা এখন সেটাই দেখার। বহু বিনিয়োগকারী এখন অপেক্ষা করছেন পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তনের। বহু বছর হয়ে গেল কেন্দ্রীয় সরকার পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন করেনি। তবে আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে (Scheme) বিনিয়োগ করলে আপনি কত সুদ পেতে পারেন।
আরোও পড়ুন : মায়ের থেকেই এই স্বভাব পেয়েছে! সবার সামনে কোয়েলের বড় অভ্যাস ফাঁস করলেন রঞ্জিত মল্লিক
পোস্ট অফিসের (Post Office) বিভিন্ন প্রকল্পে সুদের হার:
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে 4 শতাংশ বার্ষিক সুদ প্রদান করা হচ্ছে। এবার আসা যাক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের ব্যাপারে। 1 বছরের স্থায়ী আমানতে পোস্ট অফিস দিচ্ছে 6.9 শতাংশ সুদ। স্থায়ী আমানতে একইভাবে 2 বছরের মেয়াদে 7 শতাংশ, 3 বছরের মেয়াদে 7.1 শতাংশ, 5 বছরের মেয়াদে 7.5 শতাংশ, 5 বছরের পুনরাবৃত্ত জমা অ্যাকাউন্টে 6.7 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
আরোও পড়ুন : ফের কল্পতরু রতন টাটা! ঘুরবে ভাগ্যের চাকা, দীপাবলীর আগেই কপাল খুলবে ৫০ হাজার মানুষের
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2 শতাংশ, মান্থলি ইনকাম স্কিমে 7.4 শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে 7.1 শতাংশ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে 8.2 শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 7.7 শতাংশ, কিষাণ বিকাশ পত্রে 7.5 শতাংশ, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে 7.5 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।
প্রতিমাসে নির্দিষ্ট রোজগারের জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে। সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ 9 লক্ষ ও জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। 5 বছর মেয়াদের MIS স্কিমে পাওয়া যাচ্ছে 7.4% হারে সুদ।