বিজেপি ক্ষমতায় এলে কী হতে চলেছে? বিরাট হুঁশিয়ারি সুকান্তর, তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ মিটেছে ২০২৪ লোকসভা ভোট। প্রথম দফার মতই শেষ দফাতেও জায়গায় জায়গায় অশান্তি। ভোটের পরও শান্ত হয়নি পরিস্থিতি। ‘কলকাতা, নদিয়া, বসিরহাট সহ বিভিন্ন স্থানে ভোট পরবর্তী (Post Poll Violence 2024) হিংসা চলছে। এরই মাঝে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) হুঁশিয়ারি, ‘বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। এনকাউন্টার হবে।’

এবারের লোকসভা ভোটের পর বাংলায় ফিরেছে পঞ্চায়েত ভোটের চিত্র। রবিবার নদিয়ার (Nadia) কালীগঞ্জে এক BJP কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম হাফিজুর শেখ (৩৫)। ভোট পরবর্তী হিংসার জেরেইএই খুন করা হয়েছে বলে দাবি। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস।

এদিকে দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃত বিজেপি কর্মীর পরিবার। গেরুয়া শিবিরের দাবি খারিজ করে পাল্টা তৃণমূলের দাবি, পারিবারিক সমস্যার জেরেই খুন হয়েছে ওই কর্মী। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিজেপি কর্মী খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই সুকান্তর বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে।’ বিজেপি প্রার্থীর কথায়, ‘ভোট-পরবর্তী হিংসা নদিয়া, বসিরহাটে শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতায় আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানি-চমকানি চলছে। সময় আসন্ন বুঝতে পেরেই এসব করেছে তৃণমূল।’

Sukanta Majumdar talks about WB Assembly election amid Lok Sabha Election

আরও পড়ুন: কত শতাংশ বাড়ছে মহার্ঘ ভাতা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, হতাশ সকলে

এরপরই সাফ হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, ‘গুন্ডা-বদমায়েশদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে। আর তারপরও যদি বিজেপিরও কোনও ঝান্ডাধারীর হাত ধরে দলে আসেন, বাঁচবেন না। উত্তরপ্রদেশ-ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে।’ প্রসঙ্গত, লোকসভা ভোটের পর প্রায় সমস্ত এক্সিট পোল-ই বলছে দেশে ফের উঠবে গেরুয়া ঝড়। পাশাপাশি বাংলায় তৃণমূলকে টপকে এগিয়ে যাবে বিজেপি, এমনই তথ্য সামনে আসছে। তবে সবটাই বোঝা যাবে আগামী ৪ তারিখ। ভোট গণনার দিন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর