বড় খবর! ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত সিবিআই-র হাতে দিল হাই কোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচনী ফল প্রকাশের পর থেকে বিরোধীদের উপর বেলাগাম হিংসা, অত্যাচারের অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুচ্ছে। এমনকি বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ভিন রাজ্যে গিয়ে আশ্রয়ও নিয়েছিল। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে ৬টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

এবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বড় রায় দিল। ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশ যে রাজ্য সরকারের কাছে বড়সড় একটি ঝটকা তা বলাই বাহুল্য।

ভোট পরবর্তী হিংসার মামলা ছাপিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে। এমনকি মানবাধিকার কমিশন ও নারী সুরক্ষা কমিশনের সঙ্গে রাজ্য পুলিশের রিপোর্টে বিস্তর ফারাকও ধরা পড়েছিল।

বিজেপির তরফ থেকে বারবার এই মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। যদিও, রাজ্য বারবার এর বিরোধিতা করে এসেছে। তবে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।

X