‘১ লাখের বেশি ভোটে হারবেন’! কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল খোদ তৃণমূল? তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ আগামী সোমবার হাওড়া, হুগলি সহ রাজ্যের সাতটি কেন্দ্রে নির্বাচন রয়েছে। এর মধ্যে শ্রীরামপুর কেন্দ্রের ত্রিমুখী লড়াইয়ের দিকে নজর রয়েছে অনেকের। হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে তাঁরই প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোসকে। অন্যদিকে সিপিএমের বাজি যুব নেত্রী দীপ্সিতা ধর। আর দু’দিন পর শ্রীরামপুরে (Serampore) ভোট। তার আগে কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়ল তাঁরই লোকসভা কেন্দ্রে।

হাওড়ার ডোমজুড় এলাকা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আগামী সোমবার নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে সেখানে। তবে তার আগে সলপ বাজার, সলপ ব্রিজ, কাটলিয়া, লালবাড়ি সহ নানান অঞ্চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টার আবার দেওয়া হয়েছে তৃণমূলের (Trinamool Congress) নামেই!

এর মধ্যে কোনও পোস্টারে লেখা হয়েছে, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর খাবার ব্যবহারের কারণে ১ লাখের বেশি ভোটে পরাজিত হবেন’। এর মধ্যে কোনও কোনও পোস্টারে আবার ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। তৃণমূলের নাম করে দেওয়া এই পোস্টারে এমন অভিযোগ আনায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ছাতা রেডি রাখুন! কিছুক্ষণ পরেই রাজ্যের ৩ জেলায় বৃষ্টি! রবি থেকে বাড়বে বর্ষণ, রইল আবহাওয়ার খবর

এখনও অবধি তৃণমূলের তরফ থেকে এই নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে কল্যাণ তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে, ভালোবাসে। কোনও ঘটনাও কিছু প্রভাব ফেলবে না।

Kalyan Banerjee

অন্যদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে কল্যাণ বলেন, ‘সন্দেশখালি নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে। সন্দেশখালিতে বিজেপির সব পরিকল্পিত চক্রান্ত মানুষের সামনে এসে গিয়েছে’। কল্যাণ দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও ভোটের মুখে তাঁর বিরুদ্ধেই তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়া হল! এটা কি দলের গোষ্ঠী কোন্দলের ফল? নাকি নেপথ্যে রয়েছে অন্য কেউ? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর