বাংলা হান্ট ডেস্কঃ সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। একদিন আগেই সায়নী ঘোষকে বিবাকানন্দর মূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয়েছিল। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে বিবেকানন্দর মূর্তিতে মালা দেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয়েছিল তৃণমূলের প্রার্থীকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে মাল্যদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল। যদিও বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে।
আর এবার সায়নী ঘোষ ভোট না দেওয়ার আবেদন করল শিব ভক্তরা। কিন্তু কেন শিব ভক্তরা এই আবেদন করল? উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার আগে সায়নী ঘোষের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে একটি কার্টুন মহিলাকে শিব লিঙ্গে কন্ডোম পরাতে দেখা গিয়েছিল। আর সেই টুইট ঘিরেই বিতর্ক সৃষ্টি হয় সায়নীকে নিয়ে। যদিও অভিনেত্রী সায়নী সেই সময় সাফাই দিয়ে বলেছিলেন যে, টুইটটি ওনার করা ছিল না, ওনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সেই সময় ওই টুইট করা হয়।
কিন্তু ওনার সাফাইয়ের পরও কেউ মানতে নারাজ হয়নি যে সায়নী ঘোষ টুইটটি করেন নি। অনেকের মতেই সায়নীকে এর আগে কোনদিনও অ্যাকাউন্ট হ্যাক নিয়ে অভিযোগ করতে দেখা যায়নি। আর যদিও বা অ্যাকাউন্ট হ্যাক হত, তাহলে তিনি নিজেই নিজের অ্যাকাউন্ট থেকে সমস্ত বিতর্কিত পোস্ট ডিলিট করে দিতেন। কিন্তু ওনার ক্ষেত্রে সেটা হয়নি।
এবার সায়নী ঘোষের নির্বাচনী কেন্দ্র আসানসোল দক্ষিণে ওনাকে ভোট না দেওয়ার আবেদন নিয়ে পোস্টার ছড়াল শিব ভক্তরা। পোস্টারে সায়নী ঘোষের সেই বিতর্কিত টুইটের ছবি দেওয়া হয়েছে আর লেখা হয়েছে, ‘আগামী পাঁচ বছর হিন্দু দেব-দেবীদের অপমান করার জন্য, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। হিন্দুদের পবিত্র শিবলিঙ্গকে কলুষিত করার জন্য সায়নী ঘোষকে একরাশ ধিক্কার।”
উল্লেখ্য, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে নিয়ে তৃণমূলের একাংশের মধ্যেও বিক্ষোভ দেখা দিয়েছিল। আর এরমধ্যে নতুন করে শিব ভক্তদের ক্ষোভ ওনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।