‘বাংলার নারীশক্তির রক্ষাকবচ’! মমতার বিরুদ্ধে BJP-র বাজি অগ্নিমিত্রা? মুখ খুললেন পদ্ম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র বছরখানেকের অপেক্ষা। এরপরেই বাজবে ভোটের (WB Assembly Elections) দামামা। বাংলার মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল, বিজেপি (BJP)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘পোস্টার যুদ্ধ’। এই আবহে নজর কাড়ল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে দেওয়া একটি ব্যানার। তাহলে কি মমতার বিরুদ্ধে পদ্ম শিবিরের বাজি অগ্নিমিত্রাই? মাথাচাড়া দিয়েছে সেই জল্পনা।

অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) নিয়ে কী ব্যানার পড়ল?

বিগত কয়েকদিনে রাজ্যের বুকে একাধিক পোস্টার পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি পোস্টার সংবাদের শিরোনামেও উঠে এসেছে। সম্প্রতি দক্ষিণ কলকাতা ছেয়ে গিয়েছিল ‘অধিনায়ক অভিষেক’ লেখা হলুদ পতাকায়। তা নিয়ে বিতর্ক দেখা দিতেই রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ‘সর্বাধিনায়িকা জয় হে’ পোস্টার পড়ে। এবার শিরোনামে উঠে এল বিজেপি নেত্রী অগ্নিমিত্রার নামে পড়া একটি ব্যানার।

বৃহস্পতিবার সকালে কেষ্টপুরে রাস্তার মাঝখানে বিজেপি নেত্রীর নামে ব্যানার পড়েছে দেখা যায়। ডিভাইডারের গায়ে ঝোলানো সেই ব্যানারে লেখা, ‘মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে ২০২৬-এ বাংলার মুখ্য চরিত্রে ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’ বাংলার নারীশক্তির রক্ষাকবচ অগ্নিমিত্রাকে চায়’।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি! এবার পার্থ চট্টোপাধ্যায়ের জন্য দুঃসংবাদ! জোর বিপাকে প্রাক্তন মন্ত্রী?

হলুদ রঙা সেই ব্যানারের নীচে ‘সৌজন্য’ হিসেবে লেখা রয়েছে, ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। শীঘ্রই আবার বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর। এমতাবস্থায় অগ্নিমিত্রার (Agnimitra Paul) নামে এই ব্যানার পড়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Agnimitra Paul

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রাকে তুলে ধরতেই কি এই ব্যানার? দেখা দিয়েছে এই প্রশ্ন। যদিও এসব জল্পনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে না বিজেপি। পদ্ম নেতা সজল ঘোষের দাবি, এটা আসলে আইপ্যাকের কাজ। তিনি বলেন, ‘অগ্নিমিত্রাকে আইসোলেট করতে আইপ্যাক এসব কাজ করছে। তবে বিজেপিতে অনেক বুদ্ধিমান, শিক্ষিত লোক রয়েছে। তাঁরা সব বুঝতে পারবে। এগুলো করে আদতে মুর্খামি করছে’।

উল্লেখ্য, ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা (Agnimitra Paul) বর্তমানে রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। একদা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ছিলেন। এবার তাঁর নামেই পোস্টার পড়ায় শুরু হয়েছে একাধিক জল্পনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর