‘হীরক রানি বাই বাই’! খাস কলকাতায় মমতার বিরুদ্ধে পোস্টার, ভোটের মুখে শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গের তিন আসন, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট হবে। এরপর পালা বাকি কেন্দ্রগুলির। এই আবহে কলকাতা (Kolkata) জুড়ে আচমকাই শোরগোল! খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে পোস্টার দেখা গেল তিলোত্তমায়।

ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। আক্রমণ পাল্টা আক্রমণের সিলসিলা অব্যাহত। এসবের মাঝেই বুধবার কলকাতার বেশ কিছু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার (Poster) চোখে পড়ল। মৌলালি, কলেজ স্ট্রিট, মিডিয়া সেক্টর সহ বেশ কিছু জায়গায় এই পোস্টারগুলি দেখা গিয়েছে।

নির্বাচনের প্রাক্কালে তৃণমূল (TMC) সুপ্রিমোর বিরুদ্ধে কারা পোস্টার দিয়েছে সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, সেই পোস্টারে লেখা রয়েছে ‘হীরক রানি বাই বাই’। ভোটের মুখে এমন ঘটনায় গোটা কলকাতা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ‘রেখাকে দিয়ে মহিলা ও গরিবদের ভোট লুটের ধান্দা! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! তোলপাড় রাজ্য

জানা যাচ্ছে, এই পোস্টারগুলিতে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে লেখা রয়েছে। ‘চাকরি চুরি করল কে?’, ‘বাংলায় সন্ত্রাস ছড়াল কে?, ‘ছাপ্পা ভোটে জিতল কে?’ এমন নানান প্রশ্ন লেখা আছে সেই পোস্টারে। বুধবার সকালে কলেজ স্ট্রিট সহ কলকাতার নানান এলাকায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এই পোস্টারগুলি চোখে পড়ে। যদিও কে বার কারা এই পোস্টারগুলি লাগিয়েছে সেই বিষয়ে এখনও অবধি জানা যায়নি।

প্রসঙ্গত, গতকালই ময়নাগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি খাতা খুলতে পারবে না। গেরুয়া শিবির শূন্য পাবে আর লড়াই করে জিতবে তৃণমূল। মমতা বলেন, ‘এরা বুঝতে পারছে যে জিততে পারবে না। সেই কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এত অত্যাচার, শাসানি, অপপ্রচার চলছে। ৪০০ তো দূর, ২০০-ও পার করতে পারবে না। এবার ওঁদের হালখাতা শূন্য হয়ে যাবে। উত্তরপ্রদেশে অখিলেশের দল, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতবে। পাঞ্জাবে অরবিন্দেরা জিতবে আর এখানে আমরা লড়াই করে জয়ী হব। বিজেপি শূন্য পাবে’।

cm mamata banerjee

গতকাল মুখ্যমন্ত্রীর গলায় জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেলেও আজ কলকাতার বুকে তাঁরই বিরুদ্ধে পোস্টার চোখে পড়ল। ভোটের প্রাক্কালে এই ঘটনার স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে। কে বা কারা এই পোস্টার দিল আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর