৭২ ঘণ্টায় ১৫০ টাকা, বাংলায় হুহু করে বাড়ছে আলুর দাম! চিন্তায় সাধারণ মানুষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে করোনা তারপর আমফান বয়ে গেছে এখন আবার রাজ্যে বন্যার পরিস্থিতি। মানুষ খাবে না বাঁচবে সেই নিয়ে রয়েছে সংশয়। আর এরমধ্যে হুহু করে বেড়ে চলেছে আলুর দাম (Potato Price)। এমাসের শুরুতে ২৬ টাকা কেজি ছিল জ্যোতি আলুর দাম। আজকের দিনে সেটা ছয় টাকা বেড়ে হয়েছে ৩২ টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলুর দামও ছয় টাকা প্রতিকেজি বেড়ে ২৮ টাকা থেকে হয়েছে ৩৪ টাকা। গত ৭২ ঘণ্টায় বাজারে প্রতি বস্তা জ্যোতি আলুর দাম ১৫০ টাকা বেড়েছে।

আলুর দাম এভাবে চড়চড় করে বেড়ে যাওয়ায় চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তদের। সবজির দেখা নেই, আর এরমধ্যে আলুর দাম বাড়াতে চিন্তায় বাংলার আম জনতা। দক্ষিনবঙ্গে প্রথমের দিকে বৃষ্টি না হলেও, এখন চারিদিকে একেবারে ঢেলে দিচ্ছে আকাশ। আর এই অতিবৃষ্টির ফলে সবজির চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বৃষ্টি এবং বন্যার কারণেই বাজারে সবজির দেখা নেই। সবজি বাদে মানুষ যে আলু খাবে, সেটারও জো নেই। কারণ প্রতিদিনই বেড়ে চলেছে আলুর দাম। সরকার থেকে ২৫ টাকা কেজি দাম বেঁধে দেওয়ার পরেও নিস্তার নেই আম জনতার।

রাজ্যে আলুর ফলন কম আর তাঁর মধ্যে ছত্তিসগড়, অসম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশে আলুর রফতানি হওয়াতে চাহিদা বাড়ছে। কিন্তু চাহিদা বাড়লেও যোগান বাড়ছে না। আর সেই কারণে বাড়ছে দাম। আলুর ব্যবসায়ীরা বলছেন, আপাতত দাম কমার কোন সম্ভাবনা নেই। নতুন আলুর ফলন হতে এখনো চার পাঁচ মাসে। আর এভাবে যদি বৃষ্টি চলতে থাকে অন্য সবজিও পাওয়া যাবে না। এছাড়াও বন্যার আশঙ্কা তো রয়েছেই। অতিবৃষ্টি আর বন্যার ফলে দক্ষিণবঙ্গে সবজির যোগান তলানিতে। আর এই কারণে ভ্যগতে হচ্ছে মধ্যবিত্তদের।

X